মানব সম্পদ উন্নয়ন[Human Resource Development)

Alborigato
মানব সম্পদ উন্নয়ন[Human Resource Development) ভূমিকা (Introduction): পৃথিবীর সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হল মানব সম্পদ। মানব সম্পদ উন্নয়নের ওপরে পৃথিবীর সামগ্রিক উন্নয়ন নির্ভরশীল। মানুষ যেমন সম্পদ সৃষ্টি করে তেমনি সম্পদ ভোগ করে। সম্পদ সৃষ্টি, উন্নয়ন, ব্যবহার প্রভৃতির সঙ্গে মানুষের বিদ্যা, বুদ্ধি, কারিগরী কৌশল, সংস্কৃতি, দৈহিক, মানসিক সামর্থ্য প্রভৃতি সম্পর্কিত। তাই বর্তমানে উন্নয়নশীল, অনুন্নত এবং উন্নত সমস্ত দেশেই মানব সম্পদ উন্নয়নের (Human Resource Development) ওপর এত গুরুত্ব দেওয়া হচ্ছে। সংজ্ঞা (Definition): মানব সম্পদ উন্নয়ন বলতে সামগ্রিক ভাবে মানবজাতির উন্নয়নকে বোঝানো হয়। কারণ মানুষ নিজেই হল সম্পদ। The United Nations Development Programme (UNDP) প্রথম মানব উন্নয়ন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে 1990 খ্রিস্টাব্দে। এরপর থেকে প্রত্যেক বছর মানব উন্নয়ন সম্পর্কিত রিপোর্ট (Human Development Report) প্রকাশ করা হয়। মানব উন্নয়ন বলতে এমন প্রক্রিয়া বোঝায় যার মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নত ও সুস্থ জীবন, যথাযথ শিক্ষার সুযোগ-সুবিধা ও জীবনযাত্রার মানের উন্নতি ঘটে। অর্থনৈতিক উন্নয়ন বলতে মানুষের আয়ের বৃদ্…

একটি মন্তব্য পোস্ট করুন