উন্নত দেশগুলিতে মানব দারিদ্রদ্র্য সূচক(Human Poverty Index in developed countries)

Alborigato
উন্নত দেশগুলিতে মানব দারিদ্রদ্র্য সূচক(Human Poverty Index in developed countries) পৃথিবীর শিল্পোন্নত দেশগুলির মানবিক দারিদ্র্য সুচক এবং সামাজিক বঞ্চনা পরিমাপের জন্য চারটি মাত্রাকে বিশ্লেষণ করা হয়। এগুলি হল- (a) দীর্ঘ ও সুস্থ জীবন : জন্মের পর কোনো শিশুর ৩০ বছর বয়সের আগে মৃত্যুর সম্ভাবনা কতট আছে তার পরিপ্রেক্ষিতে এই মাত্রাটি নির্ধারণ করা হয়। (b) জ্ঞান : 16 বছর থেকে 65 বছর বয়স্ক মানুষের কত শতাংশের শিক্ষাগত যোগ্যতা নেই তার ভিত্তিতে এই মাত্রা পরিমাপ করা হয়। (c) জীবনযাত্রার সুষমমান : দেশের কত শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে (below poverty line) আছেন তার ভিত্তিতে এই মাত্রা নির্ধারিত হয়। (d)  সামাজিক দিক থেকে বঞ্চনা: দেশের মানুষ 12 মাস কিংবা তার বেশি দিন বেকার থাকলে তার হার অনুসারে সামাজিক বঞ্চনার দিক বিবেচিত হবে। (e) নারী উন্নয়ন সূচক (Gender Related Development Index, GDI): যে সূচকের সাহায্যে নারী এবং পুরুষের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য নির্ণয় করা যায় তাকে নারী উন্নয়ন সূচক (Gender Related Development Index) বলে। 201GDI নির্ধারণের জন্য সুনির্দিষ্ট 'Goal Post' বা লক্ষ্যমাত্রা স্থির করা হয়। (f…

একটি মন্তব্য পোস্ট করুন