পশ্চিমবঙ্গে মানবোন্নয়ন (Human Development)

Alborigato
পশ্চিমবঙ্গে মানবোন্নয়ন (Human Development) মানবোন্নয়ন ঘটে অঞ্চলের অর্থনৈতিক অগ্রসরতার নিরিখে এবং সমাদর সুষ্ট বন্টনের উপর। পশ্চিমবঙ্গে মানবোন্নয়ন বণ্টন ভারতবর্ষের অধিকাংশ রাজ্য-এর মতোই সুবন্টিত নয়। উত্তরে ৬টি জেলা জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা; পশ্চিমের ৩ টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া,বীরভূম, মধ্য বঙ্গে মুশিদাবাদ জেলাটি মানবোন্নয়নে রাজ্যের অন্যান্য অংশের থেকে পিছিয়ে আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলা ২টি গড় চিত্রে এগিয়ে থাকলেও সুন্দরবন অঞ্চলে মানবোন্নয়নের বাস্তব চিত্র হতাশাব্যাঞ্জক। মানোবন্নোয়নে পশ্চাদপদতার কারণ: এই অঞ্চলগুলিতে অনেকাংশেই কৃষির উন্নয়ন ঘটলেও শিল্পে অনগ্রসরতা কম শ্রমদিবস সংখ্যা নিম্ন মজুরি উচ্চ বেকারত্ব ভূমিহীন ও প্রান্তিক কৃষিজীবির সংখ্যাধিক্য ইত্যাদি মানবোন্নয়নের নিম্নহারের কারণ। এই অঞ্চলগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হারের (২%-এর কাছাকাছি) সংঙ্গে সংগতি রেখে শ্রমনিযুক্তির হারে (১%-এর আশেপাশে) বৃদ্ধি ঘটছে না। জেলাগুলিতে উন্নয়নের গতি তুলনাম্ লকভাবে ভাল হলেও আশানুরূপ নয়। কৃষির উপর রাজ্যের অত্যাধিক নির্ভরতা অথচ ফসলের বিক্রয় মূল্য বেশী না হওয়ায় কৃষি নির্…

একটি মন্তব্য পোস্ট করুন