মানব উন্নয়ন সংক্রান্ত রিপোর্ট, ২০১১ (Human Development Report, 2011)
মানব উন্নয়ন সংক্রান্ত রিপোর্ট, ২০১১ (Human Development Report, 2011) 1990 খ্রিস্টাব্দে সর্বপ্রথম Human Development Report' প্রকাশিত হয়। পরবর্তীকালে এই একই রিপোর্ট Human Development Index বা মানব উন্নয়ন সূচকরূপে প্রকাশিত হচ্ছে। 2010 খ্রিস্টাব্দের এই রিপোর্টে কুড়ি বছর পূর্তি উপলক্ষ্যে মানব উন্নয়ন সূচকের বিভিন্ন দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। Mahbub ul-Haq (পাকিস্তান), অমর্ত্য সেন (ভারত) এবং Helen Clark (Administrator, United Nations Development Programme) & Jeni Klugman. Director, Human Development Report, 2010-এর বিশেষ প্রচেষ্টায় এই রিপোর্টটি প্রস্তুত করা সম্ভব হয়েছে। 'মানুষই হল কোনো জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ' এই দৃষ্টিভঙ্গিকে ভিত্তি করে 19%) খ্রিস্টাব্দ থেকে এখন পর্যন্ত মানব উন্নয়নের সর্বোতভাবে প্রচেষ্টা চলছে। বিগত এই কুড়ি বছরে মানব উন্নয়নের হার যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি মানব উন্নয়ন সংক্রান্ত আমাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটেছে। 1990 খ্রিস্টাব্দে যখন এর প্রথম রিপোর্ট প্রকাশিত হয়, তখন মানব উন্নয়নের সংজ্ঞা দেওয়া হয় এরকমভাবে - Human Development may be defined as a process of e…