ভারতে মানব উন্নয়ন (Human Development in India)
ভারতে মানব উন্নয়ন (Human Development in India) ভারত পৃথিবীর উন্নয়নশীল দেশগুলির অন্যতম। স্বাধীনতা লাভের আগে আমাদের দেশের মানব উন্নয়নের ধারা যেরকম ছিল, স্বাধীনতা লাভের পরে তার দ্রুত উন্নয়ন ঘটেছে। 2005 খ্রিস্টাব্দের Human Development Report অনুসারে পৃথিবীর 177টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল 127, 2009 খ্রিস্টাব্দে ভারতের স্থান হয় 134 পৃথিবীর 182টি দেশের মধ্যে। 2011 খ্রিস্টাব্দের Human Development Report অনুসারে পৃথিবীর দেশের মধ্যে ভারতের স্থান। 2005 খ্রিস্টাব্দে মানব উন্নয়ন সূচকের পরিপ্রেক্ষিতে নরওয়ের স্থান ছিল পৃথিবীতে প্রথম। এই দেশের HDI মান ছিল 956। এই সময় ভারতের HDI মান ছিল 545। অর্থাৎ, পৃথিবীর ১ম স্থানাধিকারী দেশের সঙ্গে এর পার্থক্য হল 411। ভারতে মানব সম্পদের উন্নয়ন ঘটলেও তা এখনও অনেক উন্নয়নশীল দেশের নিরিখে বেশ পিছিয়ে আছে। 2009 খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুসারে ভারতের GDI মান ছিল 594 (স্থান 114)। 2002 খ্রিস্টাব্দে ভারতের স্থান ছিল 103। ভারতে প্রত্যাশিত জীবনের আয়ু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 1951 খ্রিস্টাব্দে ভারতে প্রত্যাশিত গড় আয়ু ছিল ছেলেদের ক্ষেত্রে 37.2 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 36.2 বছর।…