হলদিয়া শিল্পাঞ্চল (Haldia Industrial Complex)
হলদিয়া শিল্পাঞ্চল (Haldia Industrial Complex) অবস্থানঃ মেদিনীপুর জেলার হলদি নদীর তীরে কলকাতা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে হলদিয়া বন্দর অঞ্চলে একটি বিরাট শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এই নবগঠিত শিল্পাঞ্চলে সরকারি ও বেসরকারি উদ্যোগে অনেকগুলি শিল্প গড়ে উঠেছে এবং উঠছে। হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণঃ [i] হলদিয়া বন্দরের সান্নিধ্য-হলদিয়া বন্দর মাধ্যমে একদিকে যেমন আধুনিক যন্ত্রপাতি এবং বিভিন্ন কাঁচামাল, বিশেষতঃ পেট্রোলিয়াম আমদানি সহজ হয় তেমনি এখানকার শিল্পজাত দ্রব্য বাইরে সহজে প্রেরণ করা যায়। [ii] কাঁচামালের সহজলভ্যতা-খনিজ তেলসহ বিভিন্ন কাঁচামাল জলপথে যেমন আমদানি করা যায় তেমনি হলদিয়া তৈলশোধনাগারে যে সকল উপজাত দ্রব্য পৃথক করা হয় সেগুলি বিভিন্ন পেট্রো-রসায়ন শিল্প, সার প্রস্তুত ইত্যাদিতে ব্যবহৃত হয়। (iii) শক্তি সম্পদ কয়লা, খনিজ তেল এবং তাপবিদ্যুৎ এখানে সহজলভ্য। [iv] শ্রমিক স্থানীয় শ্রমিক এবং কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্যসমূহ থেকে আগত সুলভ শ্রমিক পাওয়া যায়। [v] মূলধন-নতুন শিল্পাঞ্চল ও আধুনিক পরিকাঠামোগত সুযোগ সৃষ্টি হওয়ায় ধনী ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি মূলধন বিনিয়োগ করছে। [vi] পরিবহন-জল, সড়ক এবং অধুনা রেলপথ…