সবুজ বিপ্লব(Green Revolution)
সবুজ বিপ্লব(Green Revolution) সবুজ বিপ্লব কী: সবুজ বিপ্লব বলতে বোঝায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে এবং গবেষণা ও পরিকাঠামোগত উন্নতির মাধ্যমে ফসল উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি। ডক্টর নরম্যান বোরলগ সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত। আমেরিকা যুক্তরাষ্ট্রে সবুজ বিপ্লব ১৯৪৮ খ্রিস্টাব্দে শুরু হয়। ১৯৫০ খ্রিস্টাব্দেই যুক্তরাষ্ট্র গম উৎপাদনে স্বাবলম্বী হয়। ভারতের সবুজ বিপ্লব কিন্তু ১৯৬৩ সালে শুরু হয়। ভারতে ড. স্বামীনাথন (Dr. M. S. Swaminathan)-এর পথিকৃত। উচ্চ ফলনশীল বীজ, উপযুক্ত সার ব্যবহার করে, জলসেচ ব্যবস্থার সম্প্রসারণ ঘটিয়ে ফসল উৎপাদন বিপুল বৃদ্ধির মাধ্যমে সবুজ বিপ্লব সংঘটিত হয়। সবুজ বিপ্লবের সাফল্য ভারতকে খাদ্যে স্বয়ম্ভর করেছে। উচ্চ ফলনশীল গমের বীজ প্রথম ব্যবহৃত হয় ১৯৬৩ খ্রিস্টাব্দে। গম উৎপাদনে দেশে সবচেয়ে বেশি সাফল্য আসে। এই সাফল্যে উৎসাহিত হয়ে কৃষকদের কৃষি বিপ্লব ঘটাতে উৎসাহিত করা হয়। ষাটের দশকে ভারত সরকার উপলব্ধি করেন খাদ্যোপাদন বৃদ্ধি করা না গেলে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজন মেটানো যাবে না। তাই সরকার সবুজ বিপ্লবের কর্মসূচি গ্রহণ করেন। মূলত প্রযুক্তিগত উন্নতি ঘটিয়…