পশ্চিমবঙ্গে জলসম্পদের চাহিদা ও জলের ব্যবহার (Demand and Utilisation of Water Resorces of West Bengal)
Alborigato
পশ্চিমবঙ্গে জলসম্পদের চাহিদা ও জলের ব্যবহার (Demand and Utilisation of Water Resorces of West Bengal) পশ্চিমবঙ্গে জলসম্পদের চাহিদা ও জলের ব্যবহার (Demand and Utilisation of Water Resorces of West Bengal) রাজ্যে মোট ১ কোটি ৩২ লক্ষ হেক্টর মিটার জলসম্পদের মধ্যে ৫৩-১ লক্ষ হেক্টর মিটার অর্থাৎ ৪০% এর কম ব্যবহারযোগ্য। কৃষিক্ষেত্রে জলের ব্যবহার ২০০০-০১ খ্রিস্টাব্দে রাজ্যে প্রায় ৮ লক্ষাধিক সেচ প্রকল্পে প্রায় ৩৪-৩ লক্ষ হেক্টর এলাকা কৃষির আওতায় আসে। রাজ্যের মাটিতে খোঁড়া কূপগুলি থেকে প্রায় ৪৫ হাজার হেক্টর জমিতে জলসেচ হয়। অগভীর ও গভীর নলকূপ থেকে যথাক্রমে প্রায় ২০ লক্ষ হেক্টর ও প্রায় ৩-১ লক্ষ হেক্টর জমিতে জলসেচ হয়। নদী ও খাল থেকে প্রায় ৪-৭ লক্ষ হেক্টর জমিতে সেচ হয়। পুকুর, জলাশয় প্রভৃতি ক্ষুদ্র সেচ উদ্যোগে প্রায় ৬ লক্ষ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আছে। মোট সেচসেবিত জমির পরিমাণ ৩৪-২৭ লক্ষ হেক্টর। দামোদর, ময়ূরাক্ষী, কংসাবতী প্রভৃতি জলাধারগুলির জলধারণ ক্ষমতা পলি সঞ্চয়ের জন্য কমে যাওয়ায় কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় চাহিদার মাত্রা প্রায় ২-৫ শতাংশ মেটানো যায়। গৃহে জলের ব্যবহার রাজ্যে জনপ্রতি জলের চাহিদা দিনে ১৩৫ লিটার। কিন্তু গ্রামাঞ্চলে বিশুদ্ধ জলের তীব্র অভাব রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে গ্রীষ্মে তীব্…