সোফার-কৃত সাংস্কৃতিক আঞ্চলিকীকরণ(Cultural Regionalisation after Sopher)
Alborigato
সোফার-কৃত সাংস্কৃতিক আঞ্চলিকীকরণ(Cultural Regionalisation after Sopher)
সোফার-কৃত সাংস্কৃতিক আঞ্চলিকীকরণ(Cultural Regionalisation after Sopher) ভূমিকাঃ ডেভিড ই. সোফার (David E. Sopher) তার "The Geographic Patterning of Culture * India" শীর্ষক প্রবন্ধে ভারতের সাংস্কৃতিক বৈশিষ্ট্য বণ্টনের ধরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ভারতের ভাষাগত, ধর্ম সংক্রান্ত, রীতিনীতি এবং জনসাধারনের বৈচিত্র-এর মুখোমুখি হয়ে তাদের দৈশিক বণ্টনের এংশ তাৎপর্যময় হয়ে উঠেছে। ভারতীয় সভ্যতার বাস্তবতা এর ভূ-দৃশ্যে (Landscape) প্রকাশিত হয়। গ্রাম গুলির সামাজিক-দৈশিক শৃঙ্খলাক্রম তাদের বহু জাতপাত, ঘনবাসগৃহের সমন্বয় এবং মানুষ, ভূমি ও গবাদি পশুর মধ্যে এক অপূর্ব বাস্তুতান্ত্রিক সংহতি ও প্রকৃতির সংগে অভিযোজন লক্ষ্য করা যায়, এর পাহাড়, সমতলে, মরুভু মিও জঙ্গলে, বৃষ্টি অরণ্যে। ভারতীয় সভ্যতার স্বতন্ত্রতার কারণ এটি চারপাশে পর্বত ও সমুদ্রদ্বারা প্রায় বেষ্টিত যা এর সভ্যতা ও রীতিনীতিকে স্বকীয় বৈশিষ্ট্য রেখে অগ্রসর হতে সাহায্য করছে। আঞ্চলিকীকরনের ভিত্তি: ভারতীয় সাংস্কৃতিক অঞ্চল সমবৈশিষ্ট্যসম্পন্ন অঞ্চলগুলির একতার নিরিখে সংগঠিত আনুষ্ঠানিক অঞ্চল (Formal Sector) হিসেবে গড়ে ওঠে নি। বরং এক একটি কর্মভিত…