প্রচলিত ও অপ্রচলিত শক্তি উৎপাদন (Conventional and Non-conventional Power Generation)
প্রচলিত ও অপ্রচলিত শক্তি উৎপাদন (Conventional and Non-conventional Power Generation) ভূমিকা : দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শক্তির উন্নতি অপরিহার্য। কলকারখানা চালাতে, পরিবহন ব্যবস্থায় এবং গৃহ ও রাস্তাঘাট আলোকিতকরণে বিদ্যুতের প্রয়োজন। (ক) শক্তি বা বিদ্যুতের প্রচলিত উৎস : (১) তাপবিদ্যুৎঃ কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসনির্ভর (২) জলবিদ্যুৎ; (৩) আণবিক বিদ্যুৎ। (খ) অপ্রচলিত শক্তির উৎসঃ (ক) সৌরশক্তি, (খ) বায়ুশক্তি, (গ) ভূ-তাপশক্তি, (ঘ) জোয়ারভাটা শক্তি, (৪) জৈবশক্তি, (চ) ওটেক (OTEC) ইত্যাদি। তাপবিদ্যুৎ(Thermal Power) তাপবিদ্যুতের সর্বপ্রধান উৎস কয়লা। ভারতে তাপবিদ্যুতের ৯৯% উৎপাদন হয় কয়লা পুড়িয়ে। • তাপবিদ্যুৎ কাকে বলে? কয়লা, কাঠ, পেট্রোলিয়ামজাত জ্বালানি প্রভৃতি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তাকে তাপবিদ্যুৎ বলে। • তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন: (১) কয়লা বা খনিজ তেলর মতো জ্বালানির প্রাচুর্য।(২) অনতিদুর শহর ও শিল্পাঞ্চলের চাহিদা। (৩) বিদ্যুতকেন্দ্রে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দ্রুত পরিবহন যোগাযোগ। (৪) অন্য সুলভ বা প্রবহমান বিদ্যুৎ (জলবিদ্যুৎ) উৎপাদনে উপযোগী অবস্থার প্রভাব। • প্রধান তাপবিদ্যুৎ উৎপ…