ইক্যুমেন-এর ধারণা (Concept of Ecumene):
ইক্যুমেন-এর ধারণা (Concept of Ecumene): কোনো একটি অঞ্চলে যদি জনবসতি গড়ে ওঠে তাহলে সেখানে নির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক কার্যকলাপ গড়ে ওঠে। জনবসতির এধরনের নির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক কর্মবিশিষ্ট অঞ্চলকে ইক্যুমেন বলা হয়। প্রধানত খনিজ সম্পদ উত্তোলনের ওপর নির্ভর করে গড়ে ওঠা অঞ্চলকে 'Mining Ecumene' বলা হয়।