সভ্যতার বিকাশের ওপর ভিত্তি করে শহরের শ্রেণিবিভাগ(Classification of towns based on growth of Civilisation)
সভ্যতার বিকাশের ওপর ভিত্তি করে শহরের শ্রেণিবিভাগ(Classification of towns based on growth of Civilisation) ■ লুইস মামফোর্ড-এর শ্রেণিবিভাগ: সমাজবিজ্ঞানী লুইস মামফোর্ড প্যাট্রিক গেডস্-এর দ্বারা প্রভাবিত হয়ে শহরের শ্রেণিবিভাগ দুভাবে করেছেন। (a) শহরের সামাজিক পরিবর্তন (প্রযুক্তির ব্যবহারে মানবসভ্যতার উন্নয়ন)-এর ওপর ভিত্তি করে শ্রেণিবিভাগ এবং (b) কোনো শহরের সংস্কৃতির উত্থান-পতনের ওপর নির্ভর করে শ্রেণিবিভাগ। শহরের সামাজিক পরিবর্তনের প্রেক্ষিতে শ্রেণিবিভাগ: লুইস মামফোর্ড শহরের সামাজিক পরিবর্তনের ওপর ভিত্তি করে শহরকে নিম্নলিখিত শ্রেণিতে রাগ করেছেন। (1) Eotechnic, (ii) Palaeotechnic, (iii) Neotechni; (iv) Biotechnic (i) Eotechnic: শহর গঠনের এই পর্যায়ের বৈশিষ্ট্য হল এই যে, বিভিন্ন অস্থানান্তরযোগ্য শল্পির (কাঠ, বায়ু ও জল শক্তির ব্যবহার) ব্যবহার, আদিম প্রযুক্তিবিদ্যার প্রয়োগ এবং অনুন্নত পরিবহণ ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ পরিলক্ষিত হয়। প্রচুর কাঁচামালের ব্যবহার, শ্রম বিনিয়োগ এবং প্রযুক্তিবিদ্যা ব্যবহার করে শ্রমশিল্প বিশেষ করে ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প (cottage industry) গড়ে উঠেছে। দশম থেকে অষ্টাদশ শতকের ম…