সময়ের পরিমাপ অনুসারে মুমূর্ষুতার শ্রেণিবিভাগ(Classification of morbility on the basis of time)
সময়ের পরিমাপ অনুসারে মুমূর্ষুতার শ্রেণিবিভাগ(Classification of morbility on the basis of time) ■ স্বল্পকালীন রোগগ্রস্ততা (Short-time Disease): খুব অল্প সময়ের জন্য যে সব রোগ মানুষ রোগগ্রস্ত করে তাকে স্বল্পকালীন রোগগ্রস্ততা বলে। এক মাসের মধ্যে কোন দেশের কতজন ২০ ডাইরিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশিতে ভুগছে তার হিসেব থেকে স্বল্পকালীন রোগগ্রস্ততা পরিমাপ হয়। তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশে পুরুষ অপেক্ষা মহিলাদের স্বল্পকালীন রোগগ্রস্ততাই বেশি। ভারতের গ্রামাঞ্চলে এখনও বিশুদ্ধ পানীয় জলের অভাবে ডাইরিয়া, জন্ডিস, টাইফয়েড প্রশ্ন রোগ দেখা দেয়। প্রায় একবছর ধরে যখন মানুষ রোগে আক্রা হয়ে ভুগতে থাকে তখন তাকে দীর্ঘকালীন রোগগ্রস্ততা বলে। ডায়াবেটিস, নার্ভের অসুখ, মানসি ভারসাম্যহীনতা, হার্টের অসুখ প্রভৃতি দীর্ঘকালীন রোগগ্রস্ততা বলে। দীর্ঘকালীন দারিদ্র্যের কারণে অল থেকে অসুখ এবং অসুখ থেকে নিরাময়ের জন্য উপযোগী পথ্য ও বিশ্রামের অভাবে মানুষ দীর্ঘ ধরে ব্যাধিতে ভুগতে থাকে। কালক্রমে মরণশীলতার দিকে এগিয়ে যায়। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গো যে, জাতি বিশেষে এবং সামাজিক শ্রেণিবিশেষে রোগের প্রকৃতি নির্ভর করে। য…