মুমুর্ষুতার অবস্থার কারণ (Causes of Morbidity)

Alborigato
মুমুর্ষুতার অবস্থার কারণ (Causes of Morbidity) দীর্ঘকাল ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ যখন ভুগতে থাকে তখন মুমুর্ষ অবস্থা তৈরি হয়। প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের আর্থ-সামাজিক ও পারিবারিক অবস্থা এবং দৈহিক গঠন-কাঠামো এর জন্য দায়ী যেমন- (A) জিনগত কারণ (Genetic Factor): কিছু কিছু রোগ আছে যেগুলি বংশপরম্পরায় পরবর্তী প্রজন্মের মধ্যে সংক্রমিত হয়। জিনগত বৈশিষ্ট্যের তারতম্যের জন্যই মানুষের মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতার তারতম্য ঘটে। ফলে কিছু রোগে মানুষ আক্রান্ত হলে তার পরবর্তী প্রজন্মের মধ্যে ওই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। উচ্চরক্তচাপ, ব্লাড সুগার, হিমোফিলিয়া এগুলি জিনগত কারণে ঘটে থাকে। খুব শীতল কিংবা খুব উদ্বু জলবায়ু অঞ্চলে যারা সর্বদা বসবাস করে তাদের মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি হয়। (B) অপুষ্টি (Malnutrition): প্রত্যেক মানুষের প্রতিদিন ন্যূনতম পুষ্টি বিভিন্ন জৈবিক কার্য পরিচালনা এবং দেহ গঠনের জন্য প্রয়োজন হয়। প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট এই খাদ্য-উপাদান মানুষের দেহে পৃষ্টির যোগান দেয়। ন্যূনতম পুষ্টির যোগান না থাকলে মানুষ অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আঅ্যানিমিয়া বা রক্তাল্পতা এরকম …

একটি মন্তব্য পোস্ট করুন