শক্তি সম্পদ কয়লা
শক্তি সম্পদ কয়লা ভারতের উৎপন্ন শক্তি খনিজের মধ্যে কয়লাই প্রধান। ভারতে সম্মিত কয়লার পরিমাণ ১৯,৬০২ কোটি মেট্রিক টন। এই দয়ের অধিকাংশই গন্ডোয়ানা যুগের কয়লা। মধ্যম মানের এই কয়লা বিটুমিনাস শ্রেণির এবং শিল্পে এর ব্যবহার খুব বেশি। কয়লা একটি জীবাশ্ম জ্বালানি ও খনিজ। পৃথিবীর মোট শক্তি উৎপাদনের শতকরা ৬০ ভাগ পাওয়া যায় কয়লা থেকে। ■ কয়লার উৎপত্তি : বহু প্রাচীনকালে (কার্বনিফেরাস উপযুগে, প্রায় ২৮-৩০ কোটি বছর আগে) উবু ও আর্দ্র জলবায়ু অঞ্চলে বৃক্ষাদি মাটির নীচে চাপা পড়ে ভূ-গর্ভস্থ তাপ ও চাপের ফলে ক্রমশ কয়লায় পরিণত হয়। উদ্ভিদের সারাংশ দিয়ে গঠিত হয় বলে একে জীবাশ্ম জ্বালানি বলে। • কয়লার গুরুত্ব ও ব্যবহার: তাপ ও শক্তি সরবরাহের প্রধান উৎস কয়লা। কয়লা থেকে উৎপন্ন শক্তি- (i) কলকারখানায়, (ii) রেলইঞ্জিন ও স্টিমার চালাতে, (iii) রান্নায়, (৯) শীতপ্রধান দেশে ঘর গরম রাখতে, (v) আলো জ্বালাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাপবিদ্যুৎ উৎপাদন ছাড়াও কয়লা থেকে গ্যাস উৎপাদন করা হয়। ভারতে রেলপথ, তাপবিদ্যুৎ কেন্দ্র লৌহ ইস্পাত শিল্পে এবং অন্যান্য শিল্পে কয়লার ব্যবহার প্রচুর। • শিল্পে ভূমিকা: লৌহ ও ইস্পাত শিল্পের সর্বপ্রধান কাঁচামাল কয়লা। অ…