জলের ব্যবহার ও অতি ব্যবহারের গুণাগুণ

Alborigato
জলের ব্যবহার ও অতি ব্যবহারের গুণাগুণ  • জলের ব্যবহারিক উপকারিতা: বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ মানুষের বেঁচে থাকা ও স্বাস্থ্যের জন্য আবশ্যক। শিল্পে ও বিদ্যুৎ কেন্দ্রে জলের ব্যবহার প্রয়োজন হয়। জলের অভাবে গাছ ক্ষতিগ্রস্ত হয় না, যদি সেচের মাধ্যমে গাছের প্রয়োজনীয় জল সরবরাহ করা হয়। জলসেচের ফলে মাটির উর্বরা শক্তি কাজে আসে এবং শস্য উৎপাদন বৃদ্ধি পায়। জলসেচের জল কৃষিজমি প্লাবিত করলে সেখানে স্বল্প সময়ের মৎস্য চাষ করে কৃষকের বাড়তি আয়ের সুযোগ হয়। সেচ সেবিত জমির জল নিম্নগামী হয়ে ভৌমজলের পুনঃপ্রাপ্তিতে সাহায্য করে। •  অতিরিক্ত জল উত্তোলনের কুফল: কূপ ও নলকূপ মাধ্যমে জল উত্তোলনে জলের অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত জল উত্তোলন ভৌমজল সঞ্চয় হ্রাস করে। এর ফলে ভূমিভাগ বসে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।গভীর ও অগভীর নলকূপ আর্সেনিক সমৃদ্ধ শিলাস্তরের জল উত্তোলন করলে আর্সেনিকজনিত রোগের কারণ হতে পারে। দক্ষিণবলো এই সমস্যা রয়েছে অতিরিক্ত জল উত্তোলনে ভৌমজলের সঞ্চয় হ্রাস পায় ফলে পরবর্তী সময়ে জল সরবরাহে বিঘ্ন ঘটায়। খালের মাধ্যমে অতিরিক্ত জল কৃষিজমিতে জমে থাকলে ফসলের পক্ষে তা ক্ষতিকর হতে পারে। জল জমে থাকাকালীন অতিরিক্ত বৃষ্টিপাত বা বন…

একটি মন্তব্য পোস্ট করুন