পশ্চিমবঙ্গের জলবায়ু

Alborigato
পশ্চিমবঙ্গের জলবায়ু
পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চলটি বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধানত উদ্বু ও আর্দ্র এবং ক্রান্তীয় মৌসুমি বায়ুর দ্বারা প্রভাবিত। বৎসরের এক উল্লেখযোগ্য সময় (জুন থেকে সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহের অন্তর্গত হয় আমাদের রাজ্য। প্রচুর বৃষ্টিপাত হয় জুন, জুলাই, আগস্ট মাসে এবং কখনো কখনো সেপ্টেম্বর মাসেও। শীতকালে কোনো কোনো বছর পশ্চিমী ঘূর্ণাবর্ত কাশ্মীরে ঢুকে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা হয়ে আমাদের রাজ্যের দিকে এগিয়ে এসে পড়লে শুদ্ধ ঋতুতেও আর্দ্র বৃষ্টিযুক্ত আবহাওয়া কয়েকদিনের জন্য তৈরি হয়। শীতকাল সাধারণভাবে নাতিশীতল ও নাতিশুদ্ধ উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর অন্তর্গত। পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকসমূহ: কর্কটক্রান্তিরেখার নৈকট্য: কর্কটক্রান্তিরেখা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গিয়েছে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ কর্কটক্রান্তিরেখার কাছে এবং উত্তরবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চল বাদে বাকি অংশ কর্কটক্রান্তিরেখার সন্নিকটে হওয়ায় জলবায়ু উয় ও আর্দ্র প্রকৃতির।  উচ্চতা: উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল উচ্চতার জন্য সারাবছরই আরামদায়ক শীতযুক্ত হলে…

একটি মন্তব্য পোস্ট করুন