অঞ্চলের তাৎপর্ব (Significance of Region)

Alborigato
অঞ্চলের তাৎপর্ব (Significance of Region): পৃথিবীর অঞ্চলকে সাধারণীকরণ করে তার গঠনগত ব্যাখ্যা, আঞ্চলিক রীতি বিশ্লেষণ, এমনকি অঞ্চলকেন্দ্রিক সমস্ত ধরনের গবেষণা বর্তমানে ভূগোল চর্চার একটি গুরুত্বপূর্ণ অভিমুখ হয়ে দাঁড়িয়েছে। এখানে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে অঞ্চলের তাৎপর্যগুলিকে আলোচনা করা হল।  স্পষ্ট ধারণা (Clear idea):  পৃথিবীতে প্রতিটি অঞ্চলের কাঠামোই অতীত থেকে আজ পর্যন্ত মানব সভ্যতার বহুমুখী বিবর্তনের ধারায় স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই কর্মকৌশলকেন্দ্রিক আর্থসামাজিক পরিস্থিতির ধারাবাহিকতা উপলব্ধির মাধ্যমে অঞ্চল নামক বিষয়টি (গঠনগত এবং কার্যকরী দিক থেকে) আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে। এইভাবে, বিগত পঞ্চাশ বছরে, অঞ্চলের যাবতীয় ধারণাগুলিও পূর্বের তুলনায় যথেষ্ট পরিবর্তিত হয়েছে। যেমন-অতীতে ভৌগোলিকদের কাছে অঞ্চলের বস্তুগত ধারণাটি সর্বাধিক প্রাধান্য পেলেও, বর্তমানে অঞ্চলের বিষয়মুখী ধারণাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সঠিকভাবে ভূমিব্যবহার (Proper land use):  পার্থিব অঞ্চল মাত্রই সেখানে বহুমুখী ভূমিব্যবহার প্রণালী গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু অঞ্চলের প্রকৃতি তথা আঞ্চলিক গঠন-কাঠামোকে সঠিকভাবে …

একটি মন্তব্য পোস্ট করুন