টর্নেডোর জীবনচক্র (Life cycle of Tornado):

Subhojit howlader
টর্নেডোর জীবনচক্র (Life cycle of Tornado):
টর্নেডোর জীবনচক্র (Life cycle of Tornado):       টর্নেডোর স্থায়িত্ব খুব অল্প হলেও একে সৃষ্টি থেকে বিলুপ্তি পর্যন্ত কতকগুলি সুস্পষ্ট পর্যায়ে ভাগ করা যায়। যেমন- 1. ধূলিকণার ঘূর্ণন পর্যায় (Dust whirl stage) : টর্নেডো সৃষ্টির একেবারে শুরুর দিকে ধুলোবালি কুণ্ডলাকারে ওপরের দিকে ঘুরতে শুরু করে এবং বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘের নীচ থেকে একটি ক্ষুদ্র সরু ফানেলের মতো অংশের সৃষ্টি হয় যা নীচের দিকে ক্রমশ দৈর্ঘ্যে বাড়তে থাকে। এই পর্যায়ে ক্ষয়ক্ষতি তেমনভাবে শুরু হয় না। 2. সাংগঠনিক পর্যায় (Organising stage) : এই পর্যায়ে টর্নেডোর ফানেলটি আকারে আরও বাড়তে থাকে (দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকেই) এবং ভূমিকে স্পর্শ করে। ফলে টর্নেডো শক্তিশালী হতে থাকে। 3. পরিণত পর্যায় (Mature stage) : এই পর্যায়ে টর্নেডো সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। ফানেলটির প্রস্থ সর্বাধিক হয় এবং মোটামুটি উল্লম্ব আকৃতির দেখতে হয়। এই সময় টর্নেডোর পরিব্যাপ্তি (swath) বেশি হওয়ায় অধিক অঞ্চল জুড়ে ভয়ংকর ক্ষয়ক্ষতি হয়। 4. সঙ্কোচন পর্যায় (Shrinking stage): ফানেলের প্রস্থের পরিধি এই পর্যায়ে ধীরে ধীরে কমতে থাকে এবং ফানেলটি উল্লম্ব অবস্থান থেকে ক্রমশ হেলে পড়তে থাকে…

একটি মন্তব্য পোস্ট করুন