হ্যাডলির ত্রি-কোশীয় তত্ত্ব (Tri-cellular Model)

হ্যাডলির ত্রি-কোশীয় তত্ত্ব (Tri-cellular Model)
হ্যাডলির ত্রি-কোশীয় তত্ত্ব (Tri-cellular Model) : আবহবিজ্ঞানী উইলিয়াম ফেরেল 1856 সালে বায়ুচাপ বলয়ের বণ্টন ও নিয়ত বায়ুপ্রবাহের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এবং কৌণিক ভরবেগের সংরক্ষণের প্রভাবে হ্যাডলির চক্রকে নিরক্ষরেখা থেকে উভয় গোলার্ধে 30° অক্ষাংশের মধ্যে সীমাবদ্ধ করে আরও দুটি অর্থাৎ, প্রত্যেক গোলার্ধে তিনটি করে বায়ু সঞ্চলন কোশের উপস্থাপন করেন। একেই ত্রি-কোশীয় সঞ্চলন চক্র (Tri-cellular Circulation model) বলে। 1941 সালে রসবি (Rossby), 1951 সালে বিজ্ঞানী পলম্যান (Palmen), 1969-এ নিউটন (Newton) এই মডেলটির সম্পূর্ণ রূপ দেন। (চিত্র: 9.3) 1. হ্যাডলি চক্র (Hadley cell): নিরক্ষরেখার উভয় দিকে 30° অক্ষরেখা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে অর্থাৎ, নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের মধ্যে আয়ন বায়ু দ্বারা পরিচালিত বায়ুসংবহন চক্রটি হ্যাডলির কোশ নামে পরিচিত। নিরক্ষীয় অঞ্চলে বিশেষত জলভাগের ওপর সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পতিত হওয়ায় বায়ু সর্বদাই উয় ও হালকা হয়। বায়ুর অনুভূমিক চাপ ঢাল খুব সামান্য হওয়ায় বায়ুপ্রবাহও দুর্বল প্রকৃতির না হয়। তাই ভূপৃষ্ঠের সমান্তরালে দ্রুত গতিসম্পন্ন বায়ু খু…

একটি মন্তব্য পোস্ট করুন