হ্যাডলির এককোশীয় সঞ্চলন চক্র (Single-cell circulation model)

হ্যাডলির এককোশীয় সঞ্চলন চক্র (Single-cell circulation model)
হ্যাডলির এককোশীয় সঞ্চলন চক্র (Single-cell circulation model):  বায়ু সঞ্চলন সংক্রান্ত বিষয়ে সর্বপ্রথম অষ্টাদশ শতকে ব্রিটিশ আবহবিদ জর্জ হ্যাডলি (George Hadley) সম্পূর্ণভাবে সরাসরি উত্তাপের দ্বারা প্রভাবিত (thermally direct cell) দুটি বায়ু সঞ্চলন চক্রের ধারণা দেন যা এক কোশীয় সঞ্চলন চক্র (Single-cell Circulation Model) নামে পরিচিত। অনুমান সমূহ (Assumptions) এই চক্র কতকগুলি অনুমানের ওপর প্রতিষ্ঠিত- (a) ভূপৃষ্ঠ একটি সমসত্ব উপাদানে গঠিত বা জল ও স্থলভাগ উপস্থিত থাকলেও এগুলি উত্তাপ প্রক্রিয়াকে প্রভাবিত করে না। (b) সূর্য সর্বদাই নিরক্ষরেখার ওপর লম্বভাবে এবং মেরুর দিকে ক্রমাগত তির্যকভাবে পড়ে। তাই মেরুর দিকে ভূপৃষ্ঠের উত্তাপ গ্রহণের হার কমতে থাকে। (c) পৃথিবীর আবর্তন বেগ এখানে অনুপস্থিত। তাই শুধুমাত্র বায়ুচাপীয় ঢালই বায়ুপ্রবাহে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। ব্যাখা (Explanations):  নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ ও মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ বিরাজ করে। তাই স্বাভাবিকভাবেই বায়ুচাপীয় ঢাল মেরুঅঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে বিস্তৃত হবে। ফলে উভয় মেরু থেকে নিরক্ষরেখার দিকে বায়ু প্রবাহিত হবে। যেহেতু নিরক্…

একটি মন্তব্য পোস্ট করুন