প্রচলিত অর্থনৈতিক ভূগোল Proper Economic Geography বা conventional Economic Geography (PEG) ও নব অর্থনৈতিক ভূগোস New Economic Geography (NEG)-এর মধ্যে পার্থক্য
প্রচলিত অর্থনৈতিক ভূগোল Proper Economic Geography বা conventional Economic Geography (PEG) ও নব অর্থনৈতিক ভূগোস New Economic Geography (NEG)-এর মধ্যে পার্থক্য: প্রচলিত অর্থনৈতিক ভূগোল (PEG) এবং নব অর্থনৈতিক ভূগোল (NEG)-এর মধ্যে দৃষ্টিভঙ্গী ও বিশ্লেষণের পার্থক্যকে কয়েকটি সূচকের ভিত্তিতে ব্যাখ্যা করা যায়। (1) লক্ষ্য ও উদ্দেশ্য (Aims and Objectives): প্রচলিত অর্থনৈতিক ভূগোলের (PEG) মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের সমাবেশ ঘটেছে তার কারণ ব্যাখ্যা করা। যেমন- ভারতে চা বাগিচা, উত্তর-পশ্চিম ইউরোপে মিশ্র কৃষিকাজ, জার্মানির রূঢ় অঞ্চলে ভারি শিল্পের বন্টন ইত্যাদির প্রত্যেকটির অবস্থান ও উন্নতির কারণ আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করা। পক্ষান্তরে নব অর্থনৈতিক ভূগোলের (NEG) প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল এমন একটি তাত্ত্বিক গাণিতিক মজে তৈরি করা যার ভিত্তিতে অর্থনৈতিক কাজকর্মের অবস্থান ও কারণ সম্পর্কে ব্যাখ্যা পাওয়া যাবে এবং মডেলটি সবক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে প্রচলিত অর্থনৈতিক ভূগোলের মতো প্রতিটি অঞ্চলের অবস্থানের জন্য আলাদা ব্যাখ্যার প্রয়োজন হয় না। নব অর্থনৈতিক ভূগো…