প্রচলিত অর্থনৈতিক ভূগোল Proper Economic Geography বা conventional Economic Geography (PEG) ও নব অর্থনৈতিক ভূগোস New Economic Geography (NEG)-এর মধ্যে পার্থক্য

প্রচলিত অর্থনৈতিক ভূগোল Proper Economic Geography  বা conventional Economic Geography (PEG) ও নব অর্থনৈতিক ভূগোস New Economic Geography (NEG)-এর মধ্যে পার্থক্য: প্রচলিত অর্থনৈতিক ভূগোল (PEG) এবং নব অর্থনৈতিক ভূগোল (NEG)-এর মধ্যে দৃষ্টিভঙ্গী ও বিশ্লেষণের পার্থক্যকে কয়েকটি সূচকের ভিত্তিতে ব্যাখ্যা করা যায়। (1) লক্ষ্য ও উদ্দেশ্য (Aims and Objectives): প্রচলিত অর্থনৈতিক ভূগোলের (PEG) মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের সমাবেশ ঘটেছে তার কারণ ব্যাখ্যা করা। যেমন- ভারতে চা বাগিচা, উত্তর-পশ্চিম ইউরোপে মিশ্র কৃষিকাজ, জার্মানির রূঢ় অঞ্চলে ভারি শিল্পের বন্টন ইত্যাদির প্রত্যেকটির অবস্থান ও উন্নতির কারণ আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করা। পক্ষান্তরে  নব অর্থনৈতিক ভূগোলের (NEG) প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল এমন একটি তাত্ত্বিক গাণিতিক মজে তৈরি করা যার ভিত্তিতে অর্থনৈতিক কাজকর্মের অবস্থান ও কারণ সম্পর্কে ব্যাখ্যা পাওয়া যাবে এবং মডেলটি সবক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে প্রচলিত অর্থনৈতিক ভূগোলের মতো প্রতিটি অঞ্চলের অবস্থানের জন্য আলাদা ব্যাখ্যার প্রয়োজন হয় না। নব অর্থনৈতিক ভূগো…

একটি মন্তব্য পোস্ট করুন