অর্থনৈতিক ভূগোলের দৃষ্টিভঙ্গি(Viewpoints of Economic Geography)

Hhh
অর্থনৈতিক ভূগোলের দৃষ্টিভঙ্গি(Viewpoints of Economic Geography)
অর্থনৈতিক ভূগোলের দৃষ্টিভঙ্গি (Viewpoints of Economic Geography) ধ্রুপদী দৃষ্টিভঙ্গি (Classical Viewpoint) অর্থনৈতিক ভূগোলের ধ্রুপদী বা ক্লাসিকাল (classical) দৃষ্টিভঙ্গি অনুসারে, প্রকৃতি (nature) ও পার্থিব পরিবেশ (natural environment) সম্পদ ও মানুষের অর্থনৈতিক কাজকর্মকে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করে। এখানে সম্পদকে প্রকৃতির দান (endowment of nature) হিসেবে তুলে ধরা হয়। এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তির বিনিময়, বাজারের ভূমিকা অর্থাৎ মানুষের অবদান বিশ্লেষণের সুযোগ সীমিত। অর্থনৈতিক ভূগোল: দৃষ্টিভঙ্গির পরিবর্তন 1. প্রথম পর্ব:  18, 19 শতকে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধির ফলে বাণিজ্যিক ভূগোল (Commercial Geography)-এর উদ্ভব হয়। 2. দ্বিতীয় পর্ব:  প্রথম বিশ্বযুদ্ধের পরে সরোকিন, হান্টিংটন, স্মিথ প্রমুখের গবেষণায় অর্থনৈতিক ভূগোলে পরিবেশবাদ (environmentalism)-এর প্রভাব বৃদ্ধি; Man is the product of earth surface-এর ধারণা আসে। 3. 1930-1960-এর দশকে ভ্যান রয়‍্যান, থোম্যান, ল্যপ্লে, আলেকজান্ডার প্রমুখের কাজের প্রভাবে অর্থনৈতিক ভূগোলে দৈশিক পার্থক্যের (areal differentiation)-এর ধারণার উদ্ভব। অর্থাৎ স্থানের ভ…

একটি মন্তব্য পোস্ট করুন