অর্থনৈতিক ভূগোলের অনুশীলন পদ্ধতি (Approaches of Economic Geography)
Hhh
অর্থনৈতিক ভূগোলের অনুশীলন পদ্ধতি (Approaches of Economic Geography)
অর্থনৈতিক ভূগোলের অনুশীলন পদ্ধতি (Approaches of Economic Geography) অর্থনৈতিক ভূগোল ও সম্পদশাস্ত্র অনুশীলনের কতকগুলি পরস্পর সম্বন্ধযুক্ত পদ্ধতি আছে, যেমন (1) বর্ণনামূলক পদ্ধতি (Descriptive Approach) এই পদ্ধতিকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যেমন - (i) বিষয়ানুগ পদ্ধতি (Topical approach): এই পদ্ধতিতে আলোচনা বা ব্যাখ্যার জন্য কোনো সুনির্দিষ্ট বিষয়কে বেছে নেওয়া হয়। যেমন, কোনো দেশ বা অঞ্চলের কৃষিকাজ, শিল্প উৎপাদন, জনসংখ্যা ইত্যাদি। এতে সুবিধা হল যে, ওই নির্দিষ্ট বিষয় সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা পাওয়া যায়। ফলে আলোচ্য বিষয়টির সুবিধা-অসুবিধা, গুরুত্ব ইত্যাদি সব দিক বিচার করা সম্ভব হয়। (ii) আঞ্চলিক পদ্ধতি (Regional approach): এই পদ্ধতিতে আলোচনা বা ব্যাখ্যার জন্য পৃথিবীকে কতকগুলি বড়ো (macro) অঞ্চলে, বড়ো অঞ্চলগুলিকে কতকগুলি মাঝারি (meso) অঞ্চলে এবং মাঝারি অঞ্চলগুলিকে আরও ছোটো ছোটো (micro) অঞ্চলে ভাগ করা হয়। আঞ্চলিক পদ্ধতি অনুসারে আঞ্চলিক বিভাজনের একটি সুনির্দিষ্ট ভিত্তি থাকা দরকার। যেমন- জলবায়ুর ভিত্তিতে, মাটির বৈশিষ্ট্যের ভিত্তিতে, উদ্ভিজ্জের ভিত্তিতে, কৃষিকাজের ভিত্তিতে, অর্থনৈতিক উন্নতির ভিত্তিতে ইত্য…