বাস্তুবিদ্যার উপবিভাগসমূহ (Sub-divisions of Ecology)

বাস্তুবিদ্যার উপবিভাগসমূহ (Sub-divisions of Ecology) : বাস্তুবিদ্যায় বৃহৎ অর্থে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির পারস্পরিক আন্তঃসম্পর্ককে ব্যাখ্যা করা হয়। ভিন্ন ভিন্ন বাসস্থানে প্রত্যেকটি উদ্ভিদ প্রজাতি, প্রাণী প্রজাতি এবং প্রজাতির অন্তর্গত প্রতিটি জীবের বাস্তুতান্ত্রিক ক্রিয়াকলাপ এবং বাস্তুতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে সঠিকভাবে পর্যালোচনার জন্য বাস্তুবিদ্যাকে বিভিন্ন উপবিভাগে বিভক্ত করা হয়েছে। যথা- (A) অইকোলজি (Autecology) :  একটি জীব বা একটি নির্দিষ্ট প্রজাতির জনসংখ্যা ও তার পরিবেশ সম্পর্কিত আলোচনাকে অইকোলজি বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে এই জীব বা প্রজাতির ভৌগোলিক বণ্টন, 'টেক্সোনমিক' অবস্থান, গাঠনিক বৈশিষ্ট্য, উৎপাদনশীলতা, জীবনচক্র ও তাদের আচরণ পরিবেশের সাপেক্ষে সুস্পষ্টভাবে বিচার-বিশ্লেষণ করা হয়। (B) সিনইকোলজি (Synecology) :  সমগ্র বা কোনো জীব সম্প্রদায়ের সঙ্গে তার পরিবেশের সম্পর্ক বিষয়ক আলোচনাকে সিনইকোলজি বলে। জীব সম্প্রদায়ের বাসস্থান, টেক্সোনমিক বিভাজন এবং সংগঠনের স্তরের ওপর ভিত্তি করে সিনইকোলজিকে বিভিন্ন শাখায় ভাগ করা যায়। যেমন- (i) জনসংখ্যা বাস্তুবিদ্যা …

একটি মন্তব্য পোস্ট করুন