ওজোন স্তর ( Ozone Layer)
ওজোন স্তর ( Ozone Layer) : বায়ুমণ্ডলে ওজোনের ঘনত্ব সর্বত্র সমান নয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে এই গ্যাসের উপস্থিতি অতি নগণ্য। স্ট্যাটোস্ফিয়ারের 15 থেকে 30 কিমি উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি। তাই বায়ুমণ্ডলে স্ট্যাটোস্ফিয়ারে সীমাবদ্ধ ওজোন গ্যাসের পুরু আবরণকে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলের ওজোনের ঘনত্বকে পিপিএম (ppm)-এর পরিবর্তে ডবসন এককে প্রকাশ করা হয়। পদার্থবিদ্ গর্ডন ডবসন প্রথম 1920 খ্রিস্টাব্দে স্পেকটোমিটার যন্ত্র ব্যবহার করে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করায়, ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককে প্রকাশ করা হয়। এক ডবসন একক বলতে একক বায়ুমণ্ডলীয় চাপে 0.001 মিলিমিটার পুরু ওজনের ঘনত্ব বা প্রতি বর্গমিটারে 2.69 × 102 সংখ্যক ওজোন অণুর উপস্থিতিকে বোঝায়। ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ওজোনের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। ক্রান্তীয় অঞ্চলে (0° - 30°) এই গ্যাসের ঘনত্ব সর্বাপেক্ষা কম 250 DU। বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ারে ক্রান্তীয় অঞ্চল থেকে উপমেরু অঞ্চলের দিকে বায়ুপ্রবাহের ফলে ওজোন গ্যাসের স্থানান্তর ঘটে। ফলে উপমেরু অঞ্চলে ক্রান্তীয় অঞ্চল অপেক্ষা ওজোনের ঘনত্ব ব…