ওজোন স্তরের বিনাশ (Destruction or depletion of Ozone Layer)
ওজোন স্তরের বিনাশ (Destruction or depletion of Ozone Layer)
ওজোন স্তরের বিনাশ (Destruction or depletion of Ozone Layer) : স্ট্যাটোস্ফিয়ারে যেমন প্রাকৃতিক উপায়ে ওজোন গ্যাসের সৃষ্টি হচ্ছে তেমনি ধ্বংসও হচ্ছে। তবে ওজোন স্তর কীভাবে নষ্ট হচ্ছে সেবিষয়ে বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ওজোন স্তর বিনাশের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা— 1. প্রাকৃতিক কারণ ও 2. মনুষ্যসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ (Natural Causes) : স্ট্যাটোস্ফিয়ারে আলোক-রাসায়নিক বিক্রিয়ায় UV-C এবং UV-B রশ্মির প্রভাবে যেমনভাবে ওজোন গ্যাসের সৃষ্টি হয়। ঠিক তেমনভাবেই অধিক তরঙ্গদৈর্ঘ্যের UV-A রশ্মির প্রভাবে ওজোন (Og) ভেঙে অক্সিজেন অণু (O.) ও অক্সিজেন পরমাণু (O) তৈরি করে। O2 UV-A 02 +0 এভাবে দিনের বেলায় অক্সিজেন থেকে ওজোন উৎপাদন, বিয়োজন এবং পুনরুৎপাদন চলতে থাকে এবং স্ট্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের ঘনত্ব বজায় থাকে। এই প্রক্রিয়ায় প্রতিদিন বায়ুমণ্ডলে প্রায় 350,000 মেট্রিক টন ওজোন গ্যাস সৃষ্টি ও ধ্বংস হয়। এ ছাড়া সৌরকলঙ্কের চক্রের প্রভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেন নাইট্রাস অক্সাইডে রূপান্তরিত হয়ে আলোক-রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওজোন স্তরকে ধ্বংস করে। (i) প্রথমে নাইট্রোজেন অণু (N.)…