ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ (Classification of natural flora of India)

ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ (Classification of natural flora of India)
ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ(Classification of natural flora of India) ভূমিকা : যে সমস্ত গাছ বা উদ্ভিদ কোনো স্থানের জলবায়ু ও মৃত্তিকাসহ প্রাকৃতিক পরিবেশে মানুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মায় ও বড়ো হয়, তাদের ওই স্থানের স্বাভাবিক উদ্ভিদ বলে। যদিও ভারতের উদ্ভিদজগতকে (Flora) এককথায় ক্রান্তীয় মৌসুমি' (Tropical Monsoonal) বলা যায়, তবুও বৃষ্টিপাত, উন্নতা, বায়ুর আর্দ্রতা, ভূপ্রকৃতি, মাটি প্রভৃতির তারতম্য অনুসারে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে বিভিন্নভাগে ভাগ করা যায়। ভারতে প্রায় 30,000 প্রজাতির উদ্ভিদ দেখা যায়।  ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়েকটি উদ্ভিদ অঞ্চলে (Floristic Region) প্রথম বিভক্ত করেন হুকার (Hooker) এবং থমসন ( Thomson) 1855 সালে। এরপর সি বি ক্লার্ক (C.B. Clarke, 1898 ) এশিয়ার অংশকে 6টি উদ্ভিদ অঞ্চলে ভাগ করেছেন। 1937 সালে সি সি কালডার (C.C. Calder) ভারতের 6টি উদ্ভিদ অঞ্চলকে চিহ্নিত করেন : - (1) উত্তর-পশ্চিম হিমালয়, (2) পূর্ব-হিমালয়, (3) সিন্ধু সমভূমি, (4) গঙ্গা সমভূমি (5) দাক্ষিণাত্য এবং (6) মালাবার অঞ্চল। ভারতের স্বাভাবিক উদ্ভিদের একটা সাধারণ শ্রেণিবিভাগ করা খুব কঠিন …

একটি মন্তব্য পোস্ট করুন