পোস্টগুলি

উন্নয়ন ও গবেষণায় এগিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন ( Red giant China is advancing in development and research )

উন্নয়ন ও গবেষণায় এগিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন ( Red giant China is advancing in development and research )
গোটা বিশ্ব কে বুড় অঙ্গুুল দেখিয়ে উন্নয়ন ও গবেষণায় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন বিশ্বের প্রথম কোন হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন চালু করেছে চীন। মূলত নিজস্ব প্রযুক্তির তৈরি এই নতুন উদ্ভাবিত ট্রেনটি গত বুধবার চীনের শিচুয়ান প্রদেশের চেংদুর প্রডাকশন লাইন থেকে রোল আউট করা হয়। জিরো কার্বন ট্রেন হিসেবে হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনটির গতি প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার এবং এটি একবার জ্বালানি নিয়ে ৬০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। যতই সমালোচনা করা হোক না কেন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় চীন কিন্তু ঠিকই খুব দ্রুত বিশ্বের অধিকাংশ দেশকে ছাপিয়ে গেছে।  নতুন নতুন ডিফেন্স এন্ড সিভিলিয়ান প্রযুক্তি উদ্ভাবনের দিক দিয়ে বর্তমানে বিশ্বের এক নম্বর পরাশক্তি আমেরিকার পর সর্বোচ্চ স্থানে উঠে এসেছে রেড জায়ান্ট চীনের নাম। বর্তমানে দেশটি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনে প্রায় ১০০ বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থ বিনিয়োগ বা ব্যয় করে থাকে চীনের শি জিং পিং সরকার। যদিও অবশ্য প্রতি বছর প্রায় দুই শতাধিকের অধিক অর্থ ব্যয় করে এদিক থেকে আমেরিকা এখনো পর্যন্ত সবার উপরে রয়ে গেছে। এদিকে উচ্চ প…

একটি মন্তব্য পোস্ট করুন