বায়ুমণ্ডলের উৎপত্তি ও বিবর্তন (Origin and Evolution of Atmosphere)

এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানই যেখানে অস্থিতিশীল, পৃথিবীর সৃষ্টি লগ্নে সৃষ্ট অতিপ্রাকৃত (Primordial) বায়ুমণ্ডল কালের সাপেক্ষে বিবর্তিত হয়ে
বায়ুমণ্ডলের উৎপত্তি ও বিবর্তন (Origin and Evolution of Atmosphere)
বায়ুমণ্ডলের উৎপত্তি ও বিবর্তন (Origin and Evolution of Atmosphere) : এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানই যেখানে অস্থিতিশীল, পৃথিবীর সৃষ্টি লগ্নে সৃষ্ট অতিপ্রাকৃত (Primordial) বায়ুমণ্ডল কালের সাপেক্ষে বিবর্তিত হয়ে বর্তমান বায়ুমণ্ডলের রূপ ধারণ করেছে—এটা ভাবাই স্বাভাবিক। বিজ্ঞানীদের মত অনুযায়ী, পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বায়ুমণ্ডলের প্রকৃতি একইরকম ছিল না, তা কালের সাপেক্ষে বিবর্তিত হতে হতে বর্তমান অবস্থায় পৌঁছেছে। তাঁদের মত অনুযায়ী, সৃষ্টির আদিপর্বে পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। এই গ্যাসীয় পিণ্ড কালক্রমে তাপ বিকিরণ করে ঘনীভূত হয়ে পড়লে এর কেন্দ্রে একটি তরল কেন্দ্রমণ্ডল এবং এর চারপাশে ঘনত্বের তারতম্য অনুযায়ী বহিঃস্তরগুলি গঠিত হয়। অবশিষ্ট গ্যাসগুলি ঘনীভূত না হওয়ায় তরল বা অর্ধতরল অবস্থায় পৃথিবীর ওপর ভেসে বেড়াতে শুরু করে। দুর্বল মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই গ্যাসগুলি মহাশূন্যে বিলীন হয়ে যায়। পরবর্তী পর্যায়ে, তরল ভূভাগের কঠিনীভবনের ফলে তরল শিলায় আবদ্ধ গ্যাসসমূহ বিমুক্ত হয়ে নতুন বায়ুমণ্ডলের জন্ম দেয়। এই সময় বায়ুমণ্ডলে স্থিত প্রধান গ্যাসগুলি হল – কার্বন …

একটি মন্তব্য পোস্ট করুন