আবহবিদ্যা (Meteorology) আবহবিদ্যার শ্রেণিবিভাগ (Sub divisions of Meteorology)

Meteorology পদবাচ্যটি দুটি গ্রিক শব্দ 'Meteor' অর্থাৎ উর্ধ্ববায়ুমণ্ডল সংক্রান্ত (on the things above) এবং 'Logy' বা 'Logos' অর্থাৎ বিদ্যা বা বিজ্ঞান-
আবহবিদ্যা (Meteorology) আবহবিদ্যার শ্রেণিবিভাগ (Sub divisions of Meteorology)
আবহবিদ্যা (Meteorology) : Meteorology পদবাচ্যটি দুটি গ্রিক শব্দ 'Meteor' অর্থাৎ উর্ধ্ববায়ুমণ্ডল সংক্রান্ত (on the things above) এবং 'Logy' বা 'Logos' অর্থাৎ বিদ্যা বা বিজ্ঞান-এর সমন্বয়ে গঠিত। ' অক্ষরটি এখানে সংযোজক হিসেবে ব্যবহার করা হয়েছে (Meteoro Logy)। 'Meteor' শব্দটি গ্রিক শব্দ 'Meteoron' থেকে এসেছে। খ্রিস্টপূর্ব 340 শতক থেকে গ্রিক পণ্ডিত অ্যারিস্টটলের হাত ধরেই আবহবিদ্যা নিয়ে পর্যালোচনা শুরু হয়। অ্যারিস্টট্ল লিখিত মেটেওরলজিকা (Meteorologica) আবহবিদ্যার একটি অমূল্য সম্পদ। বলতে বোঝায় একটি নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলির অবস্থার বিজ্ঞানভিত্তিক পর্যালোচনা। আবহাওয়া (Weather) বলতে কোনো নির্দিষ্ট স্থানের, কোনো নির্দিষ্ট দিনের অথবা নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলীয় উপাদানগুলির অবস্থাকে বোঝায়। আর আবহবিদ্যা আবহাওয়ার এই সমস্ত বিষয়গুলিকে নিয়েই পর্যালোচনা করে। ক্লিচফিল্ড (Critchfield)-এর মত অনুসারে, বিজ্ঞানের যে শাখাটি বায়ুমণ্ডলের অবস্থার দৈনন্দিন কারণ অনুসরণ করে, তাকে আবহবিদ্যা বলে। (Meteorology, which treats d…

একটি মন্তব্য পোস্ট করুন