জলবায়ুবিদ্যা (Climatology) জলবায়ুবিদ্যার উপবিভাগ (Sub divisions of climatology)
Climatology' পদবাচ্যটি দুটি গ্রিক শব্দ 'Clima' অর্থাৎ ঢাল বা অবক্রম এবং 'logy' বা 'logos' অর্থাৎ বিদ্যা বা বিজ্ঞান-এর সমন্বয়ে গঠিত। এখানে 'Clima´ বলত
জলবায়ুবিদ্যা (Climatology) জলবায়ুবিদ্যার উপবিভাগ (Sub divisions of climatology)
জলবায়ুবিদ্যা (Climatology) : "Climatology' পদবাচ্যটি দুটি গ্রিক শব্দ 'Clima' অর্থাৎ ঢাল বা অবক্রম এবং 'logy' বা 'logos' অর্থাৎ বিদ্যা বা বিজ্ঞান-এর সমন্বয়ে গঠিত। এখানে 'Clima´ বলতে অক্ষাংশ ভেদে জলবায়ুর উপাদানগুলির ধারাবাহিক পরিবর্তনকে বোঝানো হয়েছে। জলবায়ুবিদ্যার মূল আলোচ্য বিষয়বস্তু হল জলবায়ুর অধ্যয়ন। ক্রিচফিল্ড (Critchfield)-এর মত অনুযায়ী, জলবায়ুবিদ্যা হল বিজ্ঞানের এমন একটি শাখা, যা জলবায়ুর প্রকৃতি বিচারবিশ্লেষণ ও স্থানভেদে এদের তারতম্যের কারণ ব্যাখ্যা করে এবং প্রাকৃতিক পরিবেশ ও মানুষের কার্যাবলির সঙ্গে জলবায়ু কীভাবে সম্পর্কিত তার স্বরূপ উদ্ঘাটন করে। (Climatology is the science that seeks to describe and explain the nature of climates, why it differs from place to place and how it is related to other elements of the natural environment and human activities.) জলবায়ু আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলির বছরের গড় বোঝায়। তবে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) অনুযায়ী কোনো অঞ্চলের জলবায়ু নির্ধারণের ক্ষেত্রে সাধারণত 31 বছরের আবহাওয়ার উপাদানগুলির সামগ্র…