পোস্টগুলি

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bahirjata Prakriya Question and Answer 2023

Best for Madhyamik 2022 / 2023 MCQ 1 বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে—  (A) ভূপৃষ্ঠের উপরিভাগে  (B) ভূপৃষ্ঠের ভিতরে (C) মহাশূন্যে  (D) সমুদ্রতলদেশে  Ans: (A) ভূপৃষ্ঠের উপরিভাগে 2 নদী , হিমবাহ , বায়ুপ্রবাহ প্রভৃতি হল ভূমিরূপ পরিবর্তনের –  (A) বহির্জাত প্রক্রিয়া  (B) মহাজাগতিক প্রক্রিয়া (C) অন্তর্জাত প্রক্রিয়া (D) জৈবিক প্রক্রিয়া Ans: (A) বহির্জাত প্রক্রিয়া 3 যে – প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নীচু অংশে সঞ্চিত হয় , তা হল – (A) পর্যায়ন  (B) অবরোহণ  (C) আরোহণ  (D) বিচূর্ণীভবন  Ans: (C) আরোহণ 4 কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়—  (A) আরোহণ (B) পাতসংস্থান  (C) অধঃক্ষেপণ (D) পর্যায়ন  Ans: (D) পর্যায়ন  5 অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল – (A) ক্ষয়ীভবন (B) নগ্নীভবন  (C) বিচূর্ণীভবন (D) পর্যায়ন Ans: (D) পর্যায়ন 6 আবহবিকার , পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে বলে – (A) মহিভাবক প্রক্রিয়া  (B) গিরিজনি প্রক্রিয়া (C) অঙ্গারযোজন  (D) নগ্নীভবন Ans: (D) নগ্নীভবন 7 কোন্ বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয় ? (A) নদী (B) হিমবাহ (C) বায়ুপ্রবাহ (D) সমুদ্রতরঙ্গ  Ans: (A) নদী 8 প্লাবনভ…

একটি মন্তব্য পোস্ট করুন