Cambridge English Dictionary-তে 'অভিযোজন' বা 'Adaptation' সম্পর্কে বলা হয়েছে— “The process of changing to suit different conditions.” অর্থাৎ, বিভিন্ন
অভিযোজন (Adaptation)
অভিযোজনের ধারণা (Concept of Adaptation) • Cambridge English Dictionary-তে 'অভিযোজন' বা 'Adaptation' সম্পর্কে বলা হয়েছে— “The process of changing to suit different conditions.” অর্থাৎ, বিভিন্ন পরিবর্তনশীল পরিস্থিতিকে মানিয়ে নেওয়াই হল অভিযোজন। •1964 খ্রিস্টাব্দে বিশিষ্ট গবেষক Buffaloe বলেছেন— কোনও একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার এবং বংশবৃদ্ধি করার জন্য, জীবের (মানুষের) যে গঠনগত, আচরAdaptationণগত ও শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তন ঘটে, তাকেই অভিযোজন বলে। • বিখ্যাত ভূগোলবিদ টমাস স্পেনসার (T. Spencer)-এর মতে, পরিবেশে মানুষের ক্ষমতার বহিঃপ্রকাশ হল অভিযোজন। সুতরাং, অভিযোজন কৌশলটি প্রাকৃতিক পরিবেশে একটি স্বাভাবিক ঘটনা। এটি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে তার সংশ্লিষ্ট পরিবেশের প্রতিকূল ও অনুকূল যাবতীয় প্রভাবকে আয়ত্ত করে, 'নিজস্ব জীবন প্রণালী' গঠনে সাহায্য করে। তাই দীর্ঘ সময়ের অবকাশে, সমগ্র পৃথিবীব্যাপী গড়ে ওঠা আদিম উপজাতি গোষ্ঠীগুলি এখনও তাদের জীবনযাত্রাকে অভিযোজনের ধারায় টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। অভিযোজনের বিভিন্ন ধাপ (Different steps of Adaptation) : সমগ্র …