মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত তত্ত্বসমূহ (Theories regarding the origin of Monsoon)

আবহাওয়া বিদগণের কাছে মৌসুমি বায়ুর উৎপত্তি একটি প্রহেলিকা। এর উৎপত্তি সম্বন্ধে বহু তত্ত্বের অবতারণ হলেও কোনো তত্ত্বই সর্বতোভাবে গ্রহণীয় হয়নি। তবে আ
মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত তত্ত্বসমূহ (Theories regarding the origin of Monsoon)
মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত তত্ত্বসমূহ (Theories regarding the origin of Monsoon)  আবহাওয়া বিদগণের কাছে মৌসুমি বায়ুর উৎপত্তি একটি প্রহেলিকা। এর উৎপত্তি সম্বন্ধে বহু তত্ত্বের অবতারণ হলেও কোনো তত্ত্বই সর্বতোভাবে গ্রহণীয় হয়নি। তবে আধুনিক কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত পরিসংখ্যান ও তথ্য মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত জটিল সমস্যা সমাধানে সহায়ক হলেও আবহবিদ্যার বিশেষজ্ঞরা মৌসুমি বায়ুর উৎপত্তি, বিরুদ্ ও তার অনিশ্চিত আচরণ সম্পর্কে সহমত পোষণ করেন না। মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত কিছু প্রচলিত তত্ত্ব নীচে আলোচনা করা হল - 1. প্রথাগত তাপীয় ধারণা (Classical thermal concept) :  ব্রিটিশ জলবায়ুবিদ এডমন্ড হ্যালি (Edmond Halley)* 1686 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত একটি তত্ত্ব লন্ডনের রয়্যাল সোসাইটি (Royal Society) নামক পত্রিকায় প্রকাশ করেন। এই তত্ত্বটিকে তাপীয় ধারণা হিসেবে অভিহিত করা হয়।  এই ধারণা অনুযায়ী পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের অসম বণ্টন এবং আগত সৌর বিকিরণ গ্রহণে—এই দুই ধরনের ভূভাগের বৈষম্যমূলক আচরণের কারণে সৃষ্ট বৈষম্যমূলক উত্তাপ মৌসুমি বায়ু সৃষ্টির জন্য দায়ী…

একটি মন্তব্য পোস্ট করুন