মহীসঞ্চরণ তত্ত্বের আলোকে পর্বত সৃষ্টি Orogeny Continental Drift Theory in Relation

Orogeny কথাটির অর্থ হল পর্বত সৃষ্টির পর্যায় বা ধাপ । একই সঙ্গে পর্বতের উত্থান এবং বিভিন্ন সময়ে উত্থিত পর্বতের পার্শ্ববর্তী অঞ্চলের স্থানীয় নিম্নভূম
মহীসঞ্চরণ তত্ত্বের আলোকে পর্বত সৃষ্টি Orogeny Continental Drift Theory Orogeny কথাটির অর্থ হল পর্বত সৃষ্টির পর্যায় বা ধাপ । একই সঙ্গে পর্বতের উত্থান এবং বিভিন্ন সময়ে উত্থিত পর্বতের পার্শ্ববর্তী অঞ্চলের স্থানীয় নিম্নভূমিতে পলি সম্বনয় এবং তাদের উত্থানও এই বিষয়টির অন্তর্গত । এখনও ভূতত্ত্ববিদদের মধ্যে যে বিতর্ক চলতে থাকে তা হল — কোনো নির্দিষ্ট সময়ে Drogeny পর্ব ঘটে থাকে না , যে কোনো সময় এই পর্ব চলতে থাকে ।  প্রাচীনকালে বিজ্ঞানীরা মনে করতেন যে , সমগ্র পৃথিবীর ওপর Matamorphism এবং Magnetism - এর পর্বগুলি কতকগুলি উত্থান পর্বের দ্বারা বিভক্ত । আবার অনেকে মনে করেন যে , পর্বতসৃষ্টি অনবরত চলতে থাকে , কিন্তু তা বিভিন্ন স্থানে ঘটে থাকে । আবার কিছু বিজ্ঞানী মনে করেন যে পর্বত সৃষ্টি হল কতকগুলি সুনির্দিষ্ট প্রক্রিয়া যা প্রধান এবং স্থানীয় অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে । ফলস্বরূপ এই পর্যায়গুলির ঘটনা অনুসারে তাদের নামকরণ করা হয়েছে । এইগুলি হল--  ( a ) শিল্পীভবন পর্যায় ( period of lithogenesis ) ( b ) গিরিজনি পর্যায় ( period of orogenesis )  ( c ) উন্নয়ন পর্যায় (period of glyptogenesis )  ভূ - সংস্…

একটি মন্তব্য পোস্ট করুন