• ধারণা ( Concept ) ভূমিরূপের পরিবর্তন ঘটাতে ভৌত পদ্ধতিগুলির মধ্যে আবহবিকার অন্যতম । আবহবিকার কথাটি আবহাওয়া থেকে এসেছে । কাজেই আবহবিকার বলতে আমরা বু
আবহবিকার Weathering আবহবিকার Weathering • ধারণা ( Concept ) ভূমিরূপের পরিবর্তন ঘটাতে ভৌত পদ্ধতিগুলির মধ্যে আবহবিকার অন্যতম । আবহবিকার কথাটি আবহাওয়া থেকে এসেছে । কাজেই আবহবিকার বলতে আমরা বুঝি আবহাওয়ার যারা ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন । অর্থাৎ আবহবিকার হল । এমন এক ধরনের রূপান্তর প্রক্রিয়া যার সাহায্যে শিলা , মৃত্তিকা প্রভৃতি ভেঙে চূর্ণ - বিচূর্ণ হয়ে ভূপৃষ্ঠের উপরেই পড়ে থাকে । আবহবিকার একটি প্রাকৃতিক প্রক্রিয়া , যা মাটি সৃষ্টির প্রাক্ প্রক্রিয়া হিসেবে মনে করা হয় । এই প্রক্রিয়ার দ্বারা শিক্ষা ভেঙে ছোটো ছোটো খণ্ডে ও চূর্ণে পরিণত হয় । এই খণ্ড বা চূর্ণগুলি পরবর্তী সময়ে মাটির উৎপত্তিতে প্রধান ভূমিকা গ্রহণ করে । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের কঠিন শিলা নমনীয় ও বিয়োজিত হয়ে চূর্ণ - বিচূর্ণ হলেও , বিয়োজিত বস্তুর কোনো স্থান পরিবর্তন হয় না । তাই এটি একটি স্থিতিশীল প্রক্রিয়া । সেই সঙ্গে এটি একটি জটিল প্রক্রিয়া । ● সংজ্ঞা ( Definition ) Chorley- এর মতে “ আবহবিকার শিলা ও খনিজের আবহাওয়ার উপাদানের সংস্পর্শতলের অবক্ষ্যা ও অসংবন্ধ " হওয়াকে নির্দেশ করে । Monkhouse- এর মতে আবহবিকার হল শিলার স্থিতিশীল অবস্থায় ব…