ভূকম্পন তরঙ্গ (Seismic Wave) ভূকম্পন তরঙ্গ (Seismic Wave) ভূমিকম্পের সময় যে শক্তি নির্গত হয় তা পাথরের মধ্যে কম্পন সৃষ্টি করে । এই সময় যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে ভূকম্পন তরঙ্গ ( seismic wave ) বলে । এই তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে বিশদভাবে জানা যায় যে কোনো প্রকার ভূমিকম্পের সময় ভূকম্পন কেন্দ্র থেকে একই সঙ্গে তিন ধরনের ভূকম্পীয় তরঙ্গের উৎপত্তি হয় । এইসব তরঙ্গ ভূকম্পন কেন্দ্র হতে বিভিন্ন দিকে , বিভিন্ন মাধ্যমে , বিভিন্ন গতিতে এবং বিভিন্ন উপায়ে প্রবাহিত হয় । ভূকম্পন তরঙ্গের বিভিন্ন বিষয়গুলি ভূকম্পলেখ যন্ত্রের ( Seismograph ) সাহায্যে পাঠ নেওয়া হয় । কম্পনের তরঙ্গের গতিবেগ নির্ভর করে স্তরের ঘনত্বের ওপর । আবার স্তরের অবস্থান যতই ঘন হবে ততই তরঙ্গের গতিবেগ বৃদ্ধি পাবে । ফলে একই স্থানে অবস্থিত ভূকম্পলেখ যন্ত্রগুলিতে কম্পনের রেখাগুলোর মধ্যে তারতম্য লক্ষ করা যায় । ভূকম্পলেন যন্ত্রের সাহায্যে তরঙ্গ কোনো শিলার মধ্যে দিয়ে , কী প্রকার তরঙ্গ কতদূর যাবে এবং তার গতিবেগ কী পরিমাণ তা জানা যায় । পৃথিবীর আকার অনুযায়ী এই তরঙ্গগুলি বিভিন্ন গতিতে অগ্রসর হয় । ভূকম্প তরঙ্গের শ্রেণিবিভাগ ( Classification of…