ভূগাঠনিক প্রক্রিয়াগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিষয় বা ধারণা হল সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সমুদ্রবস্তুর বিশ্লেষণ । বর্তমানে প্রায় সমস্ত ভূতত্ত্ববিদ
সমুদ্রতলের বিস্তৃতি Sea Floor Spreading
★সমুদ্রতলের বিস্তৃতির উৎপত্তি ও ধারণা Origin and Concept of Sea Floor Spreading • ভূমিকা ( Introduction ) ভূগাঠনিক প্রক্রিয়াগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিষয় বা ধারণা হল সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সমুদ্রবস্তুর বিশ্লেষণ । বর্তমানে প্রায় সমস্ত ভূতত্ত্ববিদগণ যথা - ফ্রান্সিস বেকন থেকে আলফ্রেড ওয়েগনার যেভাবে মহাদেশীয় ভূখণ্ডর চলাচল এবং বর্তমানে সমগ্র পৃথিবীব্যাপী মহাদেশ ও মহাসাগরের বিতরণের ব্যাখ্যা দিয়েছেন তার সম্পূরক হিসাবে সমুদ্রতল প্রসারণতত্ত্বের সূচনা হয় । শিশুদের খেলা Puzzle যেমন একটি ছবির বহু টুকরো অংশ জুড়ে পুনরায় একটি ছবি তৈরি করা হয় , ঠিক একই ভাবে কার্বেনিফেরাস যুগে দক্ষিণ গোলার্ধে আশারল্যান্ড এবং উত্তর গোলার্ধে গন্ডোয়ানাল্যান্ড নামে দুটি সুবিশাল মহাদেশীয় খণ্ড ছিল । এই দুটি খন্ডকে একত্রিত করলে প্যানজিয়া ( pangea ) নামে একটি সুবৃহৎ মহাদেশ গঠিত হয় । এবং এই মহাদেশের চারপাশে যে বিশাল অন্তহীন সমুদ্র ছিল , তাকে প্যানথালাসা বা বৃহৎ মহাসাগর নামে অভিহিত করা হয় । কিন্তু পরবর্তী সময়ে এগুলি ক্রমশ সরে গিয়ে বিভিন্ন মহাসাগরে এবং মহাদেশের রূপ নিয়ে অবস্থান করেছে । সমুদ্রতলদেশের প্…