ভাঁজের সংজ্ঞা ও ধারণা Definition and Concept of Fold

ভাঁজের সংজ্ঞা ও ধারণা Definition and Concept of Fold
ভাঁজের সংজ্ঞা ও ধারণা Definition and Concept of Fold
ভাঁজের সংজ্ঞা ও ধারণা Definition and Concept of Fold  (•) ভাঁজের ধারণা ( Concept of Fold )  পৃথিবীতে অবস্থানরত বহু পুরোনো অর্থাৎ প্রায় 250 কোটি বছরেরও বেশি ভঙ্গিল পর্বতগুলি , যেমন– হিমালয় , আলস ও রকি এদের যে শিলাস্তর লক্ষ করা যায় সেগুলিতে ভাঁজ লক্ষ করা গেছে । ভাঁজ শিলাস্তর সৃষ্টির সময় বা শিলাস্তর উৎপত্তির সাথে সাথে তৈরি হয় না । জলাভাগে কিংবা মহাসাগর , নদী কিংবা হ্রদের তলদেশে যখন পলি , বালি , কাদা , নুড়ি প্রভৃতি সঞ্চিত হয় , তখন তারা অনুভূমিক বা প্রায় অনুভূমিকভাবে অবস্থান করে । পাত সংস্থান ( plate tectonic ) তত্ত্ব অনুযায়ী পৃথিবীর ভূত্বক ( crust ) স্থির নয় । ভূত্বকের এই অস্থিরতা বা সচলতাই শিলাস্তরের ভাঁজ সৃষ্টি করে । পৃথিবীতে যেসব ভূগঠনকারী প্রক্রিয়া ঘটে তাদের পার্থিব প্রক্রিয়া ( terrestrial processes ) বলে । এই পার্থিব প্রক্রিয়া দুটি ভাগে বিভক্ত , যথা — অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া । এই অন্তর্গত প্রক্রিয়ার ফলাফল হিসেবে ভূত্বকের অনেক পরিবর্তন ঘটে । অন্তর্গতি প্রক্রিয়ার প্রত্যক্ষ ফলরূপে শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয় । পাললিক শিলান্তর অন্যান্য শিলাস্তর অপেক্ষা নরম ও দুর্ব…

একটি মন্তব্য পোস্ট করুন