ভূগোল শাস্ত্রের উৎপত্তি (Origin of Geography)
ভূগোল শাস্ত্রের উৎপত্তি (Origin of Geography) পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব হল মানুষ। মানবজাতির ইতিহাস লক্ষ করলে দেখা যায় যে জীবনযাপনের তাগিদেই সে প্রথম থেকে সংগ্রামে নিয়োজিত রয়েছে। প্রকৃতির ভয়াল ভ্রুকুটিকে উপেক্ষা করে সে জীবনসংগ্রামে লিপ্ত রয়েছে। ফলে যে প্রকৃতি একসময় তার কাছে বিভীষিকা ছিল, কালক্রমে সে তাকে তার আয়ত্তে এনে তাতে ক্রমাগত পরিবর্তন করে চলেছে। অনুকূল পরিবেশের বদান্যতা নিয়ে মানুষ বন-জঙ্গল কেটে বসত বানিয়েছে। খেত-খামার গড়ে তুলেছে। যাতায়াতকে সহজসাধ্য করার জন্য রাস্তা-ঘাট বানিয়েছে। মানুষের এই সব কাণ্ডকারখানা প্রাকৃতিক ভূদৃশ্যকে (Natural Landscape) ক্রমশ সাংস্কৃতিক ভূদৃশ্যে (Cultural Landscape) পরিবর্তিত করে চলেছে। এখানে বলে রাখা ভালো যে বেঁচে থাকার তাগিদে মানুষ কখনো কখনো প্রকৃতির দানকে উদারভাবে গ্রহণ করেছে। কখনও সে তাকে নির্মমভাবে বুঝতে ও বিশ্লেষণ করতে চেয়েছে। আজ পর্যন্ত যত শাস্ত্রের উদ্ভব হয়েছে, তাদের মধ্যে ‘ভূগোল' সবার ওপরে রয়েছে। এই শাস্ত্রের উৎপত্তির সময় ও স্থান কোথায় তা আজ নিশ্চিত করে বলা না গেলেও Dicken and Pitts (1963) বলেছেন যে অতীতে মানুষ যেদিন তার সাথি ব…