স্কেল-এর ধারণা (concept of scale )

স্কেল-এর ধারণা (concept of scale )
স্কেল-এর ধারণা (concept of scale ) •   আমরা ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকেই স্কেল দিয়ে খাতায় মার্জিন টানো, ফুটবল মাঠের চিত্র আঁকো, জ্যামিতি আঁকো। তোমরা তিনরকম স্কেল (কাঠের, প্লাস্টিক ও ইস্পাত নির্মিত) ব্যবহার করেছো। এই স্কেলগুলি 6 ইঞ্চি এবং 1 ফুট দৈর্ঘ্যের হয়। সাধারণভাবে ইংরেজি শব্দ 'scale' এর বাংলা হল 'মাপনি' বা ‘দৈর্ঘ্য পরিমাপক দণ্ড'। কিন্তু ভূগোল বিষয়ে আঁকার জন্য এই স্কেল ব্যবহৃত হলেও ভূগোলের ছাত্রছাত্রী বা ভৌগোলিকগণ আরও এক প্রকার 'স্কেল' ব্যবহার করেন। ভূগোলে স্কেল হল ‘দুটি দূরত্বের অনুপাত’, যাকে অনুসরণ করে মানচিত্র অঙ্কন করা হয়।  এখন প্রশ্ন হল কোন দুটি দূরত্বের অনুপাতকে বোঝানো হলে, উত্তরে বলা যায় সমগ্র পৃথিবী বা মহাদেশ, দেশ, রাজ্য বা অঞ্চলের ওপর অবস্থিত যে কোনো দুটি দূরবর্তী স্থানকে তাদের অন্তবর্তী দূরত্ব অনুসরণ করে নিখুঁতভাবে সাদা খাতায় বা কাগজে আঁকা সম্ভব নয়। মনে করো কলকাতা থেকে খড়্গপুরের বাস্তব দূরত্ব প্রায় 125 কিমি। এখন যদি তোমাদের সাদা খাতায় পশ্চিমবঙ্গের মানচিত্রে এঁকে কলকাতা আর খড়্গপুর দেখাতে বলা হয়, তাহলে ঐ খাতায় 125 কিমি দূরত্ব এঁকে দেখা…

একটি মন্তব্য পোস্ট করুন