মৃত্তিকার শ্রেণিবিভাগ (Classification of soils)

মৃত্তিকার শ্রেণিবিভাগ (Classification of soils)
মৃত্তিকার শ্রেণিবিভাগ (Classification of soils) ★ মৃত্তিকার শ্রেণিবিভাগ (Classification of soils) ★ ● ভূমিকা :  মাটির গুণাগুণের উপর ফসল উৎপাদন নির্ভর করে। তাই মাটির গুণাগুণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আবার, মাটির গুণাগুণ সুস্পষ্টভাবে জানতে গেলে মাটিকে বিভিন্নভাগে ভাগ করার প্রয়োজন হয়ে পড়ে। মাটির শ্রেণিবিভাগ হল | মাটির বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শৃঙ্খলাবদ্ধভাবে আলাদা আলাদা বৈশিষ্ট্যের মাটিকে শ্রেণিভূক্ত করা। ● মাটির শ্রেণিবিভাগের উদ্দেশ্য :  (i) মাটির বৈশিষ্ট্য বা গুণাগুণ সম্পর্কে ধারণা তৈরী। (ii) মাটির প্রকৃতি, উর্বরতা ও উৎপাদনশীলতা সম্পর্কে ধারণা নির্ধারণ, (iii) মাটির বিভিন্ন শ্রেণির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়, (iv) ভূমি ব্যবহার সম্পর্কে নীতি নির্ধারণ, (v) মাটির শ্রেণিবিভাগের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ ও উন্নয়নমূলক কাজকর্ম সম্পাদন। ● মাটির শ্রেণিবিভাগ ঃ  অতি প্রাচীনকালেই চাষ-আবাদের নিরীখে মাটির শ্রেণিবিভাগ করা হয়েছে। তখন মাটি বলছে বোঝাত ঊর্বর বা অনুর্বর মাটি। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মৃত্তিকার আধুনিক শ্রেণিবিভাগ শুরু হয়। ●  ডকুচেড এর মতানুযায়ী মৃত্তিকার শ্রেণিবিভাগ…

একটি মন্তব্য পোস্ট করুন