নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে NCEW -1959 এর সুপারিশ গুলি উল্লেখ কর।
নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে NCEW -1959 এর সুপারিশ গুলি উল্লেখ কর। উত্তর নারী শিক্ষার বিকাশে NCEW-1959 সুপারিশ সমূহ NCEW এর পুরো কথাটি হল National Committee for women Education । স্বাধীন ভারতের নারী শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ভারত সরকারের উদ্যোগে 1959 খ্রিস্টাব্দে NCEW তথা নারী শিক্ষার জাতীয় পর্যট গঠন করা হয়। ওই স্পর্শদের সভানেত্রী ছিলেন শ্রীমতি দুর্গাবঙ্গ দেশমুখ। ওই কমিটির সুপারিশ গুলি নিচে উল্লেখ করা হলো। 1. যুগ্ম পরামর্শদানকারী নিয়োগ: নারী শিক্ষার দায়িত্ব একজন কেন্দ্রীয় যুগ্ম পরামর্শদানকারী নারী হাতে অর্পণ করতে হবে। 2. মহিলা যুগ্ম অধিকারী নিয়োগ: প্রতিটি রাজ্যের যুগ্ম অধিকারী পদে মহিলা কর্মী নিয়োগ এবং তার হাতে নারী শিক্ষার ভার অর্পণ করতে হবে। 3. অর্থ বরাদ্দ: নারী শিক্ষার বিকাশের জন্য উপযুক্ত পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে। 4. স্কুল মাদার নিয়োগ: প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষাদানের ক্ষেত্রে মহিলা তথা শিক্ষিকা নেই সেখানে স্কুল মাদার নিয়োগের ব্যবস্থা করতে হবে। 5. ছাত্রী নিবাস: নারী শিক্ষার বিকাশের জন্য অধিক সংখ্যা ছাত্রী নিবাস স্থাপন করতে হবে। 6. যাতায়…