সমস্যা-সমাধান শিখনের অর্থ কী? সমস্যা-সমাধানের বিভিন্ন স্তর গুলি আলোচনা করো।
সমস্যা-সমাধান শিখনের অর্থ কী? সমস্যা-সমাধানের বিভিন্ন স্তর গুলি আলোচনা করো। সমস্যা-সমাধান শিষনের অর্থ ▶ মনোবিদ সেষ্টস্ (Gates) এর মতে, সমস্যা-সমাধান হল এক বিশেষ ধরনের শিখন কৌশল যেখানে শিক্ষার্থীকে উপযুক্ত প্রতিক্রিয়াটি আবিষ্কার করতে হয়। ▶ মনোবিদ সেইনি (Gayne)-এর মতে কোনো লক্ষ্যপূরণের পথে যেসব বাধা বা অসুবিধা দেখা যায়, সেগুলিকে অতিক্রম করার প্রক্রিয়াকে বলে সমস্যা-সমাধান। ব্যপধারা ও পরিবেশের কারণে মানুষের জীবনে নানা চাহিদা সৃষ্টি হয়। প্রাচিদাপূরণের তাড়নায় ব্যস্তি নির্দিষ্ট লক্ষ্যের দিকে আগ্রসর হয়। চাহিদাপূরণ বা লক্ষ্যে উপনীত হওয়ার পথে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়। এই বাধা অতিক্রম করতে ব্যক্তি বিকল্প প্রতিক্রিয়াগুলির মধ্য থেকে যে প্রতিক্রিয়াটি সঠিকভাবে নির্বাচনে করে এবং লক্ষ্যপূরণ করতে গিয়ে সমস্যা সমাধানের যে কৌশলটি সে আয়ত করে, তাকেই সমস্যা-সমাধান শিখন কৌশল বলে। প্রতিটি বাক্তির সমস্যামূলক পরিস্থিতিকে বিশ্লেষণ করলে তিনাট্য বিষয় লক্ষ করা যায়, যথা। চাহিদা, ।। চাহিদাপূরণে সক্ষম এমন লক্ষা বা আকাঙ্ক্ষিত নয় এবং ৪। চাহিদা ও লক্ষ্যবস্তুর মধ্যে বাধা। এখানে সমস্যা হল চাহিদা ও লক্ষ্যবস্তুর মধ্যে বাধা।…