শিক্ষা ও বুদ্ধির সম্পর্ক আলেছনা করো।

Alborigato
শিক্ষা ও বুদ্ধির সম্পর্ক আলেছনা করো। উত্তর শিল্প ও বৃদ্ধির সম্পর্ক শিক্ষা হল শিক্ষার্থীর এক জীবনব্যাপী প্রক্রিয়া যা তাকে নতুন অভিজ্ঞতা অজনে ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে এবং সমাজের বিভিন্ন দায়িত্ব পালনের উপযোগী করে তোলে। অন্যদিকে, বুদ্ধি হল একটি সামগ্রিক ক্ষমতা যা বাস্তিকে উদ্দেশ্যমূলকভাবে ক্রিয়া করতে, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে এবং সার্থকভাবে পরিবেশের সঙ্গে কাজ করতে সাহায্য করে। শিক্ষার সঙ্গে বুদ্ধির একটি নিবিড় সম্পর্ক বর্তমান। বস্তুত, কোনো বাক্তির বুদ্ধি না থাকলে শিক্ষা বা নির্দেশনাই সার্থক হতে পারে না। এখন প্রশ্ন হল, বুদ্ধি ও বুদ্ধির অভীক্ষা কীভাবে শিক্ষা ও শিক্ষার বিভিন্ন কর্মসূচির সঙ্গে সম্পর্কিত, সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হল- [1] বিদ্যালয়ে ছাএ ভরতির ক্ষেত্রে: বিদ্যালয়ে হারছাত্রীদের ভরতি নেওয়ার সময় তাদের বুদ্ধির বিষয়ে অর্থাৎ, বৃদ্ধাঙ্ক সম্পর্কে খোঁজখবর নেওয়া বিশেষ প্রয়োজন। বুদ্ধির পরিমাপের পর ডরতির ব্যবস্থা করলে ভবিষ্যতে অসুবিধায় পড়তে হয় না. [2] শিক্ষার্থীদের বিভাগীয়করণের ক্ষেতে: বর্তমানে অধিকাংশ বিদ্যালয়ে একই শ্রেণিতে অসংখ্য শিক্ষার্থী পঠনপাঠন কর…

একটি মন্তব্য পোস্ট করুন