ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারা গুলি উল্লেখ কর। অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশ গুলি উল্লেখ কর।

Alborigato
ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারা গুলি উল্লেখ কর।  অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশ গুলি উল্লেখ কর।  উত্তর ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারা সমূহ  সংবিধানের নির্দেশক নীতি অংশ থেকে সপ্তম তপশিলি পর্যন্ত শিক্ষা ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে বহু ধারা অন্তর্ভুক্ত হয়েছে। যেমন- 1. প্রাথমিক শিক্ষা: সংবিধানের 45 নং ধারা অনুযায়ী সংবিধান চালু হওয়া ১০ বছরের মধ্যে রাষ্ট্র দেশের প্রতিটি ছেলে মেয়ের জন্য 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার ব্যবস্থা সব করতে প্রচেষ্ট হবে।  2. দুর্বলতর শ্রেণীর রক্ষাকবচ: সংবিধানে 46 নং ধারা অনুযায়ী রাষ্ট্র বিশেষ যত্নের সঙ্গে সমাজের অনগ্রসর বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর জন্য শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন করবে। 3. শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ম শিক্ষা ও ধর্মীয় উপাসনা প্রসঙ্গ: সংবিধানে 28 নং ধারা বলা হয়েছে যে সরকারি অনুদানের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না  28(3) ধারায় বলা হয়েছে যে সরকারি সাহায্য প্রাপ্ত বা অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষাদান বা শিক্ষা অনুষ্ঠানের আয়োজন করলে ছাত্ররা সেই অনুষ্ঠ…

একটি মন্তব্য পোস্ট করুন