স্কিনারের মতে, আচরণ কত প্রকারের ও কী কী? স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো।

Alborigato
স্কিনারের মতে, আচরণ কত প্রকারের ও কী কী? স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো।
স্কিনারের মতে, আচরণ কত প্রকারের ও কী কী? স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। উত্তর স্কিনারের মতে আচরণের প্রকারভেদ রিনারের মতে, আচরণ দু-রকমের। ব্রেসপন্ডেন্ট এবং । অপারেন্ট। যেসব আহরণে নির্দিষ্ট উদ্দীপক আছে (যেমন-লালা নিঃসরণের জন্য খাদ্য, চোখের সংকোহনের জন্য উজ্জ্বল আলো ইত্যাদি) সেগুলিকে রেসপন্ডেন্ট-জাতীয় আহরণের অন্তর্ভুক্ত করা হয়। আর যেসব আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে-কোনো উদ্দীপকের সঙ্গে ওই আচরণ ঘটানো যেতে পারে, তা অপারেন্ট-জাতীয় আচরণের অন্তর্ভুক্ত। যেমন কোনো শিক্ষার্থী যদি বানান ভুল কমাতে পারে তাহলে তাকে চকোলেট দেওয়া। এ ছাড়া চাহিদা, বেদনাদায়ক অনুভূতি, আনন্দদায়ক অনুভূতি প্রভৃতি অধিকাংশ ইচ্ছাসাপেক্ষ আচরণ অপারেন্ট-জাতীয়। জিনার প্রধানত অপারেন্ট-জাতীয় আচরণের ওপর গবেষণা করেছিলেন, যেখানে প্যাডলড করেছিলেন রেসপন্ডেন্ট-জাতীয় আচরণ ওপর। সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের পরীক্ষা সক্রিয় অনুবর্তনের ওপর পরীক্ষা করার জন্য স্কিনার একটি বিশেষ বাক্স ব্যবহার করেন যা 'Skinner Box' নামে পরিচিত। এই বাক্সে একটি ট্রে আছে। ট্রেটি একটি যন্ত্রের দ্বারা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে একটি বোত…

একটি মন্তব্য পোস্ট করুন