সুযোগের ক্ষমতা বিধান বলতে কী বোঝায়? শিক্ষাই সুযোগের সমতাবিধানের জন্য করণীয় বিষয়গুলি উল্লেখ কর।

Alborigato
সুযোগের সমতা বিধান বলতে কী বোঝায়? শিক্ষায় সুযোগের সমতাবিধানের জন্য করণীয় বিষয়গুলি উল্লেখ কর।  উত্তর সুযোগের সমতা বিধান  সুযোগের সমতা বিধান বলতে বোঝায় জনগণের সমান অধিকার অর্জন করা। যে সমাজের জনগণের সমান অধিকার আছে এবং ব্যক্তিগত বিকাশের কোন ধরনের বাধা নেই সেই সমাজের সুযোগ সমতাবিধান রয়েছে বলে মনে করা হয়।          গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হলেও প্রতিটি ব্যক্তি ব্যক্তিত্বের পরিপূর্ণ ও সর্বাঙ্গীন বিকাশ সাধন। শিক্ষায় সুযোগের সমতাবিধানের মূল কথা হলো- রাষ্ট্রীয় খরচে সকলের প্রয়োজন মত সর্বোত্তম শিক্ষায় সুযোগ সৃষ্টি করা মোটকথা দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে, জাতীয়, ধর্ম, বর্ণ সম্প্রদায়ের শিশু ও ব্যক্তির শিক্ষা গ্রহণের সমান সুযোগ লাভ করতে পারে। শিক্ষায় সুযোগের সমহানিমাসের জন্য করণীয় নিশয়সমূহ শিক্ষার সুযোগের পদতাবিধানের জন্য প্রদান, শিক্ষায় সহসুযোগ আপদের জন্য যেন্দ উপায় বা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেগুলি - [১] শিক্ষার আত্মীয়করণ: শিখার মুখোপের বয়তাবিধানের জন্য শিক্ষার জাতীয়করণের বাবস্থারহণে উদ্যোগী হতে হবে।। [2] সাদার বিখ্যায় বাদামাত বাস্তবায়ন কোর্টরি কমিশনের সুপারিশ অনুযা…

একটি মন্তব্য পোস্ট করুন