নারী শিক্ষার প্রয়োজনীয়তা কি? স্বাধীন ভারতের নারী শিক্ষার বিষয়ে রাধা কৃষ্ণ কমিশন মুদালিয়ান কমিশন ও কোঠারি কমিশনের সুপারিশ গুলি লেখ।

Alborigato
নারী শিক্ষার প্রয়োজনীয়তা কি? স্বাধীন ভারতের নারী শিক্ষার বিষয়ে রাধা কৃষ্ণ কমিশন মুদালিয়ান কমিশন ও কোঠারি কমিশনের সুপারিশ গুলি লেখ।  উত্তর নারী শিক্ষার প্রয়োজনীয়তা  (1)শিক্ষার প্রকৃতি উদ্দেশ্য মানসিক উৎকর্ষ সাধন। এই উৎকর্ষ সাধনের ক্ষেত্রে পুরুষ সমাজের পাশাপাশি নারী সমাজের কথা ও ব্যাপকভাবে চিন্তা করা দরকার। কেননা সে দেশের নারীদের গুরুত্বপূর্ণ অবদান থাকে. (2) নারীরা তাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলতে পারে যারা পরবর্তীকালে দেশকে সমৃদ্ধ উন্নয়নের পথে এগিয়ে যেতে সাহায্য করে। শিক্ষা বর্ধিত নারী কখনো শিশুকে তুলতে পারেনা।  (3) শিক্ষিতা নারী নিজের পরিবার ও সমাজকে সাংস্কৃতিক দিক দিয়ে উন্নত করে তুলতে পারে । (4) নারী শিক্ষা বোনের পরিবারের শান্তি শৃঙ্খলা ও বজায় থাকে । (5) নারী শিক্ষিত হলে জন্মহার কমাতে উদ্যোগী হবে। এর ফলে দেশের জনসংখ্যা চাপ কিছুটা হলেও কমবে।  নারী শিক্ষা বিষয়ে রাধা কৃষ্ণ কমিশনের সুপারিশ (1948-49) স্বাধীনতার পর 1948 খ্রিস্টাব্দে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণের সভাপতি কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তথা রাধা কৃষ্ণ কমিশন গঠন হয়। ওই কমিশন নারী শিক্ষা বিষয়ে যে সুপারিশ করে সেগুলি হল- 1. সমাজে…

একটি মন্তব্য পোস্ট করুন